বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
ফেসবুকে প্রধানমন্ত্রীকে হুমকি

জাবি শিক্ষকের তিন বছরের কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রভাষক রুহুল আমিন খন্দকারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নাজমুল হক শ্যামল গতকাল এ আদেশ দেন। এ বিষয়ে আদালতের পেশকার শরীফ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, আসামি রুহুল আমিন খন্দকার জাবির তথ্যপ্রযুক্তি বিভাগের প্রভাষক। মামলার শুরু থেকেই তিনি পলাতক ছিলেন। এ কারণে আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এর পরও আদালতে হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়েছে।
মামলার নথিসূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৩ আগস্ট রুহুল আমিন খন্দকার ফেসবুক টাইমলাইনে লেখেন, পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ফল-সবাই মরে, শেখ হাসিনা মরে না ক্যান? এ নিয়ে ওই সময় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর ঘটনার সত্যতা যাচাই করতে জাবির পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি ২০১১ সালের ১০ সেপ্টেম্বর ফেসবুক স্ট্যাটাসের ‘সত্যতা পাওয়া গেছে’ বলে প্রতিবেদন দেয়। পরে এ ঘটনায় ঢাকার সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন ২০১১ সালের ২ অক্টোবর আদালতে রুহুল আমিন খন্দকারের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করেন। পরে আদালত মামলা আমলে নিয়ে থানাকে এজাহার হিসেবে তা নথিভুক্ত করার নির্দেশ দেন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ২০১২ সালের ২৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ২৩ এপ্রিল আসামিকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করলে মামলার বিচার শুরু হয়।

সর্বশেষ খবর