বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
প্রিজন ভ্যান-বাস সংঘর্ষ

দুই ‘রাজাকার’ ও চার পুলিশ আহত

গাজীপুরে প্রিজন ভ্যানের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে মানবতাবিরোধী অপরাধ মামলার দুই আসামি ও পুলিশের চার সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি আমজাদ হোসেন (৮৫) ও রিয়াজ উদ্দিন ফকির (৭৮), প্রিজন ভ্যানের চালক কনস্টেবল মেহেদী (৩২), নিরাপত্তার দায়িত্বে থাকা হাবিলদার নুর উদ্দীন (৩৫), নায়েক মোস্তাফিজ (৩৮) ও কনস্টেবল ওয়াসিম (৩২)। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলম জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে মানবতাবিরোধী অপরাধ মামলার দুই আসামি আমজাদ হোসেন ও রিয়াজকে একটি প্রিজন ভ্যানে নিয়ে বুধবার সকালে পুলিশ সদস্যরা ঢাকায় আদালতে যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকার ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেটের সামনে পৌঁছলে প্রিজন ভ্যানটির (ঢাকা মেট্রো-ছ-১১-০৪৩৫) সঙ্গে বিপরীত দিক থেকে আসা নেত্রকোনাগামী যাত্রীবাহী একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৯১১) সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রিজন ভ্যানে থাকা ওই দুই আসামি এবং পুলিশের চার সদস্য আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ রানা জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আসামি আমজাদ হোসেন ও পুলিশের নায়েক মোস্তাফিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই বাহার আলম আরও জানান, বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার মঈনুল হক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কবির হোসেন ভুইয়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানা জারির পর মঙ্গলবার ফুলবাড়িয়ার কেশরগঞ্জ গ্রাম থেকে আমজাদ এবং ভালুকজান গ্রাম থেকে রিয়াজ উদ্দিন ফকিরকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর