বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

এক কোটি ২৯ লাখ ইঁদুর মারা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গত বছর ইঁদুরের কারণে ৭২৪ কোটি টাকার ধান, চাল ও গম ফসলের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তত্ত্বাবধানে ১ কোটি ২৮ লাখ ৯২ হাজার ৯৩৩টি ইঁদুর মারা হয়েছে। এতে অন্তত ১৯৩ কোটি টাকার ফসল ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। গতকাল রাজধানীর খামারবাড়িতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংরক্ষণ উইং এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ইঁদুর নিধন অভিযান-২০১৪-এর সেরা ইঁদুর নিধনকারী হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কৃষক ও বেসরকারি প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ইঁদুর দমনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর