বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামতের পথ দেখিয়ে নোবেল জয়

প্রতিদিন ডেস্ক

বংশগতির ধারাকে বহন করে ডিএনএ। কোষ থেকে  কোষে ডিএনএ থেকে যায় অপরিবর্তিত। যা রাসায়নিকভাবে অসম্ভব। তবে কীভাবে তা সম্ভব হয়? এই প্রশ্নের উত্তর দিয়েই এ বছর রসায়নে নোবেল পেলেন থমাস লিন্ডাল, পল মোদরিচ এবং আজিজ স্যাঙ্কার। অর্থাৎ জীবন্ত কোষ কী করে তার ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করে, আর কেমন করে জিনে থাকা তথ্যের সুরক্ষা দেওয়া হয়- সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই তিন বিজ্ঞানী। টমাস রবার্ট লিন্ডালের জন্ম সুইডেনে। তিনি যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারে ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটে কর্মরত। আর পল মোদরিচ মার্কিনি এবং তিনি যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি অব মেডিসিনে কর্মরত। আর আজিজ স্যাঙ্কারের জন্ম তুরস্কে। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ কেরোলাইনার বিজ্ঞানী। তিনজনই উপরের প্রশ্নের উত্তর খুঁজেছেন আলাদাভাবে। তাই এ বছরের পুরস্কার সমানভাবে ভাগ করে নেবেন তারা।

গতকাল তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জীবন্ত কোষের ভিতরে কী ঘটে সে বিষয়ে আমাদের মৌলিক ধারণা দিয়েছে তাদের গবেষণা; এর মধ্য দিয়ে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একটি জীবন্ত কোষ কীভাবে কাজ করে, উদাহরণ স্বরূপ, ক্যান্সারের চিকিৎসায় কীভাবে কোষ কাজ করে, সে সম্পর্কে তাদের গবেষণা মৌলিক তথ্য প্রদান করেছে।’ আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে এই তিন বিজ্ঞানীর হাতে  নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার তুলে দেওয়া হবে। অনুবীক্ষণ যন্ত্রের উন্নয়ন ঘটানোর স্বীকৃতি হিসেবে গত বছর যুক্তরাষ্ট্রের এরিক বেৎজিগ, জার্মানির স্টেফান হেল ও যুক্তরাষ্ট্রের উইলিয়াম মোয়েনারকে রসায়নে নোবেল দেওয়া হয়েছিল। এর আগে চিকিৎসা ও পদার্থবিজ্ঞানে নোবেল ঘোষণা করা হয়। আজ ঘোষণা করা হবে সাহিত্যে। আগামীকাল শান্তিতে এবং সোমবার অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর