বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এমপি বদির দুর্নীতি মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জ্ঞাত আয়বহিভর্‚ত সম্পদ অর্জনের অভিযোগের মামলা বাতিল চেয়ে সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির করা আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট। বদির পক্ষে করা আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে গতকাল বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে নিæ আদালতে এমপি বদির বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে আর কোনো বাধা রইল না। শুনানিতে আদালতে বদির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। অন্যদিকে দুদকের   

পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, মামলা বাতিলের আবেদন ফেরত দেওয়ার ফলে এখন বদির বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই। এর আগে ১ অক্টোবর এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেন হাইকোর্ট। কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদকের করা মামলাটির বিচার কার্যক্রম চলছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে। ৮ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ২০১৪ সালের ২১ আগস্ট দুদক ঢাকার রমনা থানায় এমপি বদির বিরুদ্ধে এ মামলা করে।

সর্বশেষ খবর