শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রাজশাহীর ১৪ পৌরসভায় আগাম নির্বাচনী হাওয়া

নিজস্ব প্রতিবেদক

তফসিল ঘোষণা না হলেও নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে রাজশাহীর ১৪টি পৌরসভা। আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারণায় নেমেছেন। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পৌরসভাগুলোর বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থান। হাট-বাজার ও বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মোটরসাইকেল শো-ডাউন করে অনেকে জানান দিচ্ছেন নিজের প্রার্থিতার বিষয়টি।

চলছে দলীয় মনোনয়ন পেতে লবিং-গ্র“পিংও। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করে অনেকেই নিজের পক্ষে দলীয় মনোনয়ন পেতে তদবির চালাচ্ছেন। অনেকেই প্রচারণাও চালাচ্ছেন নেতাদের সহযোগিতা পাওয়ার কথা বলে। তবে এবার প্রতিটি পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এগিয়ে তরুণরা। বিভিন্ন পৌরসভায় বিপুলসংখ্যক মেয়র ও কাউন্সিলর প্রার্থী হতে ইতিমধ্যেই ব্যানার, পোস্টার, ফেস্টুন ঝুলিয়েছেন তরুণরা। যাদের বেশির ভাগেরই বয়স চলি­শের নিচে। তারা যুবলীগ, যুবদল বা ছাত্রলীগ ও ছাত্রদলের সঙ্গে জড়িত। রাজশাহী মহানগরীর উপকণ্ঠের নওহাটা পৌরসভায় এবার প্রার্থী হতে চান বর্তমান ভারপ্রাপ্ত মেয়র ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল বারী খান, সাবেক মেয়র আবদুল গফুরের ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল কবীর রুনু, পৌর যুবলীগ সভাপতি হাফিজুর রহমান, পৌর বিএনপির একাংশের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, পৌর বিএনপির অপরাংশের সভাপতি ও সাবেক মেয়র মোকবুল হোসেন। কাটাখালী পৌরসভায় বরখাস্ত হওয়া মেয়র ও জামায়াত নেতা মাজেদুর রহমান মাজেদ, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মুক্তাদির রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুর রউফ নান্নু, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুঞ্জুর রহমান, আব্বাস আলী, মতলেব মোল্লা ও মোতাহার হোসেন। তাহেরপুর পৌরসভায় বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগ সম্পাদক আবুল কালাম আজাদ ছাড়াও মেয়র প্রার্থী হতে চান হাফ ডজন তরুণ মুখ। এদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতি আবু নাঈম সামশুর রহমান মিন্টু, পৌর যুবদল সভাপতি আবদুল আলিম বাবু, পৌর যুবলীগ সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্রদল সভাপতি এস এম আরিফ ও জামায়াত নেতা অধ্যাপক শহিদুজ্জামান মীর তপন। ভবানীগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী হতে প্রচারণা চালাচ্ছেন বর্তমান মেয়র ও পৌর বিএনপি সভাপতি আবদুর রাজ্জাক, যুবদল সভাপতি শাহীনুর ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল মালেক, সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবু সাঈদ ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। মোহনপুরের কেশরহাট পৌরসভায় এবারও মেয়র প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র শহিদুজ্জামান শহীদ, বর্তমান মেয়র ও পৌর বিএনপির সম্পাদক আলাউদ্দিন আলো, পৌর জামায়াত সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। দুর্গাপুর পৌরসভায় বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক তোফাজ্জাল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল মান্নান ফিরোজ, সম্পাদক আজাহার আলী, উপজেলা কৃষক লীগ আহয়ক আবদুর রাজ্জাক, উপজেলা বিএনপি সভাপতি আকবর হোসেন বাবলু, পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মণ্ডল, সাবেক মেয়র ও বিএনপি নেতা সাইদুর রহমান মন্টু, উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ জামাল উদ্দিন, উপজেলা ওয়ার্কার্স পার্টির আহয়ক শামীম হোসেন, পৌর জাতীয় পার্টি সভাপতি আবদুল মালেক মেয়র প্রার্থী হতে চান। বাঘা পৌরসভায় বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল কুদ্দুস, পৌর আওয়ামী লীগ সম্পাদক মামুনুর রহমান মামুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক মেয়র আবদুর রাজ্জাক মেয়র প্রার্থী হতে প্রচারণায় নেমেছেন। চারঘাট পৌরসভায় প্রার্থী হতে চান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগ সম্পাদক একরামুল হক, বর্তমান মেয়র নার্গিছ খাতুন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিকুল আলী। এখনো তফসিল না হলেও আগামী দুয়েক মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এ আশায় অনেকে আগে থেকেই কোমর বেঁধে মাঠে নেমেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর