সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জনতার ঘৃণা দেখল কামরুল

শিশু রাজন হত্যা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ গতকাল সম্পন্ন হয়েছে। ওই দিন প্রথমবারের মতো আদালতে হাজির করা হয় প্রধান আসামি কামরুল ইসলামকে। প্রিজন ভ্যান থেকে কামরুলকে নামানোর পরই উপস্থিত জনতা বিক্ষোভে ফেটে পড়েন। ঘৃণা দেখাতে গিয়ে তারা কামরুলকে জুতা প্রদর্শন করেন। এ সময় কামরুলের ফাঁসির দাবিতে তারা স্লোগানও দেন। জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে কামরুলসহ অন্যান্য আসামিকে আদালতপাড়ায় নিয়ে আসা হয়। তখন উপস্থিত লোকজন কামরুলের প্রতি ঘৃণা প্রকাশ করে নানা স্লোগান দিতে থাকেন। বেলা ১১টা ৪৮ মিনিটে কামরুলসহ অন্য আসামিদের আদালতে হাজির করার সময় আদালতপাড়ায় উপস্থিত শত শত মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তারা প্রচণ্ড ঘৃণায় কামরুলকে জুতা প্রদর্শন করে মুহুর্মুহু স্লোগান দেন। অবিলম্বে কামরুলকে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান বিক্ষুব্ধ জনতা। এ সময় কামরুল মাথা নিচু করে রাখে। পরে সন্ধ্যা সোয়া ৬টায় আদালতপাড়া থেকে কামরুলকে কারাগারে নিয়ে যাওয়ার সময়ও জনতা তার প্রতি ঘৃণা প্রদর্শন করে। এদিকে রাজন হত্যা মামলায় সর্বশেষ সাক্ষী হিসেবে গতকাল সিলেট মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার। মামলায় মোট ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত ২৫ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেছেন। গতকাল বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত এবং আধা ঘণ্টা বিরতি দিয়ে সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা ০৫ মিনিট পর্যন্ত আদালতের বিচারক আকবর হোসেন মৃধা সাক্ষ্য গ্রহণ করেন। একই দিন মামলার প্রধান আসামি কামরুল ইসলামের পক্ষে তার আইনজীবীরা কামরুলের উপস্থিতিতে পুনরায় সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আবেদন করেন। বিকালে শুনানি শেষে আদালত এ আবেদন নামঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালতের পিপি মফুর আলী। মফুর আলী জানান, আদালত ২০ অক্টোবর মামলার সাক্ষী ও আসামি যাচাই-বাছাইয়ের এবং ২৫ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেছেন। প্রসঙ্গত, ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চোর অপবাদ দিয়ে রাজনকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে নির্মমভাবে খুন করা হয়।

সর্বশেষ খবর