সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কক্সবাজারে সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরতলীর জেলখানা গেট (বাদশা ঘোনা) এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতরা হলো- ওই এলাকার ত্রাস নুরুল আলম বাহিনীর প্রধান নুরুল আলম ও তার সহযোগী কালু প্রকাশ বার্মাইয়া কালু। ঘটনাস্থল থেকে তিনটি বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর আড়াইটার দিকে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। এ সময় শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়েছে বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের ভাষ্য মতে, জমি দখল ও আধিপত্য বিস্তার নিয়ে  জেলগেট এলাকার নুরুল আলম বাহিনী ও রমজান বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের সূত্র ধরে গতকাল দুপুরে তাদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের গুলিতে নুরুল আলম ও তার সহযোগী বার্মাইয়া কালু মারাত্মক আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই সন্ত্রাসী গ্রুপের গুলিবিনিময়কালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুকসহ বিভিন্ন অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। কিছুদিন আগে ডাকাত নুরুল আলম জেল থেকে বের হয়। নিহত নুরুল আলম প্রকাশ ওরফে ডাকাত নুরুল আলম শহরের বাদশা  ঘোনা এলাকার বখতিয়ার আহমদের ছেলে ও মো. কালু ওরফে প্রকাশ বার্মাইয়া কালু একই এলাকার মো. শফির  ছেলে। নিহত নুরুল আলমের বিরুদ্ধে ১৮টি ও বার্মাইয়া কালুর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার রাতে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় সন্ত্রাসীদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শেখ আবদুল্লাহ (২৬) নামে এক পথচারী মারা যান। ঘটনার একদিন পার না হতেই ওই দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে ফের বন্দুকযুদ্ধ হয়।

সর্বশেষ খবর