শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দেবী বিসর্জন আজ

নিজস্ব প্রতিবেদক

দেবী বিসর্জন আজ

দুর্গোৎসবের শেষ দিনে গতকাল বসুন্ধরা পূজামণ্ডপে ভক্তদের শ্রদ্ধা -রোহেত রাজীব

বিসর্জনের মধ্য দিয়ে ভক্তকুলের মাঝ থেকে আজ বিদায় নিচ্ছেন দেবী দুর্গা। পঞ্জিকা অনুসারে গতকাল একই দিনে মহানবমী ও দশমীর আনুষ্ঠানিকতা পালিত হয়। আর এরই মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শেষ হয়। তবে পূজা উদ্যাপন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল দর্পণ বিসর্জন হলেও আনুষ্ঠানিকভাবে আজ সন্ধ্যায় দেবী দুর্গাকে বিজয়া শোভাযাত্রার মাধ্যমে বিসর্জন দেওয়া হবে। দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বঙ্গভবনে বিশিষ্ট হিন্দু নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিজয়া দশমী উপলক্ষে গতকাল বাংলাদেশে ছিল সরকারি ছুটি।

দেবী দুর্গা ফিরে যাচ্ছেন, আবার আসবেন এক বছর পর। মায়ের আগমনে ভক্তদের মধ্যে এ তিন দিন যেমন আনন্দ উল্লাস কাজ করছিল আজ তার চলে যাওয়ার সময় ভক্তদের মনজুড়ে বিরহের সুর। শেষবারের মতো দেবীকে দেখতে গতকাল রাজধানীর পূজামণ্ডপগুলোতে ভক্তের ঢল নামে। তারা পূজা শেষে দেবীর পায়ে অঞ্জলি দিয়ে প্রার্থনা করেন। ঢাকার মণ্ডপগুলোতে সকাল ৭টা ২৩ মিনিটে শুরু হয় মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা। এরপর দেবী দুর্গার কাছে আহুতি দেন ভক্তরা। শাস্ত্রমতে শাপলা, শালুক ও নানা উপাচারে ভক্তরা মায়ের পূজা করেন। সকাল ৯টা ৫৭ মিনিটে শুরু হয় দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন। এ সময় বেদনাবিধুর বিদায়লগ্নে দেবীকে তেল, সিঁদুর ও পান দিয়ে মিষ্টিমুখ করানো হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৬টায় মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়। আর সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন হয়। ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী বলেন, মা চলে যাচ্ছেন কিন্তু দেবী অতন্দ্র প্রহরীর মতো তার ভক্তদের সব সময় সকল প্রকার রোগ-শোক থেকে রক্ষা করবেন। রমনা কালী মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা শেষে সনাতন ধর্মের বিবাহিত নারীরা স্বামীর প্রতীক হিসেবে সিঁদুর খেলায় মেতে ওঠেন। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী এ বছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। ঢাকায় মণ্ডপের সংখ্যা ২২২টি। রাজধানীসহ সারা দেশের প্রতিটি মণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। আজ বেলা ২টার দিকে দেবীকে বিসর্জনের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করা হবে। তবে মুসলমানদের পবিত্র আশুরা উপলক্ষে বের করা তাজিয়া মিছিল ও বিসর্জনের সময় একই সময় যাতে না হয় এ জন্য ডিএমপি পুলিশ আলাদা সময় বেঁধে দিয়েছে। আজ বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিমা বিসর্জনের সময় নির্ধারিত হয়েছে। আর সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত পর্যন্ত তাজিয়া মিছিল বের করার সময় নির্ধারণ করা হয়েছে। আর জুমার নামাজ আদায়ের সুবিধার্থে বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত প্রতিমার শোভাযাত্রা বের না করতে মহানগর পুলিশ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর