শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

লক্ষীপুরে বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

লক্ষীপুর প্রতিনিধি

লক্ষীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দল ও পুলিশের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ডাকাত সরদার আবদুর রহিম গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, তিন রাউন্ড গুলি, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করে। গতকাল ভোররাতে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের তিনার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতের লাশ লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো ও আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ডাকাত রহিম দিঘলী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ফজল মিয়ার ছেলে এবং নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তিনি আরও চারটি মামলার আসামি ছিলেন বলে জানায় পুলিশ। আহত পুলিশ সদস্যরা হলেন মাহবুবুর রহমান, মহসিন ও ইব্রাহীম। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, স্থানীয় চরশাহী ইউনিয়নের তিনার বাড়ির সামনে ডাকাত রহিমবাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়, পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ১৫ রাউন্ড গুলিসহ উভয় পক্ষের অর্ধশত রাউন্ড গুলিবিনিময়ের কথা জানান তিনি। এতে ডাকাত সরদার রহিম গুলিবিদ্ধসহ তিন পুলিশ আহত হন। পরে ডাকাত রহিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ খবর