বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মুজাহিদকে বাঁচাতে ইইউ এমপির চিঠি

কূটনৈতিক প্রতিবেদক

যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির দণ্ডাদেশ পুনর্বিবেচনার জন্য চিঠি লিখেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধিদের প্রধান জিন ল্যাম্বার্ট। সরকারের প্রতি আহ্বান জানিয়ে লেখা ওই চিঠিটি গত শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহানকে দেওয়া হয়েছে। তবে ল্যাম্বার্টের এই চিঠি ইউরোপিয়ান পার্লামেন্টের আনুষ্ঠানিক কোনো অবস্থান না হওয়ায় তেমন গুরুত্ব পাচ্ছে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। ‘জরুরি : আলী আহসান মুজাহিদের আসন্ন ফাঁসি’ শীর্ষক চিঠিতে ল্যাম্বার্ট লিখেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের চেয়ারম্যান হিসেবে এই ফাঁসির দণ্ডাদেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। সুনির্দিষ্ট হিসেবে মুজাহিদের ফাঁসির দণ্ডাদেশের বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ হিসেবে ল্যাম্বার্ট বলেছেন, গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে এই কেসে প্রয়োজনীয় সব ধাপ অনুসরণ করা হয়নি এবং আন্তর্জাতিক মানবাধিকার ও বিচারিক ধারার বিপরীতে এর অবস্থান। কূটনৈতিক সূত্রগুলো জানায়, বেশ কয়েক বছর ধরেই ইউরোপিয়ান ইউনিয়ন বিশ্বের সব প্রান্তে ফাঁসির দণ্ডাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সে হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপে সর্বোচ্চ শাস্তি হিসেবে কোথাও ফাঁসি দেওয়া হয়নি। ইইউ শুধু ইউরোপে নয়, পুরো বিশ্বেই এ জনমত গড়ে তুলতে চাইছে। অন্যদিকে, ল্যাম্বার্ট যে সংস্থার প্রতিনিধিত্ব করেন সেই ইউরোপিয়ান পার্লামেন্টে গত বছর রেজ্যুলেশন পাস করে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে সমর্থন দিয়েছে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে জামায়াতকে বিএনপির জোট থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ খবর