শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

প্রতি উপজেলায় হবে আবাসন

গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দরিদ্র জনগোষ্ঠী বা বস্তিবাসীদের রাজধানীতে আসা নিরুৎসাহিত করতে দেশের প্রতিটি উপজেলায় সরকার আবাসনব্যবস্থা গড়ে তুলবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠী বা বস্তিবাসীদের পুনর্বাসনে ফ্ল্যাট নির্মাণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ৪৫০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ করে প্রতিদিন ২৭৫ টাকা হারে নিয়ে ২০ বছরে মালিকানা হস্তান্তরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। মন্ত্রী আবাসন ঋণে সুদের হার ২ থেকে ৩ শতাংশ রাখার পক্ষে মত দেন। গতকাল রাজধানীতে ‘নগর দরিদ্রদের জন্য আবাসন : সমস্যা, সম্ভাবনা এবং নীতি করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এসব কথা বলেন। আলোচনা সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শহিদুল আমীন বলেন, আবাসন নীতির ত্রুটিই বস্তি গড়ে উঠতে উৎসাহিত করছে। বক্তারা বলেন, বস্তিবাসীর আবাসন সুবিধা নিশ্চিত করতে সরকার, আবাসন প্রতিষ্ঠান, উচ্চবিত্তসহ সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর