বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে বৈদ্যনাথপুরে নবনির্মিত সেপটিক ট্যাংকিতে সাটারিংয়ের কাঠ খুলতে নেমে পিতা-পুত্রসহ চার নির্মাণ শ্রমিক মারা গেছেন। ট্যাংকিতে থাকা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে তারা মারা যান। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন বৈদ্যনাথপুরের আবুল হাসেম (৫০) ও তার ছেলে মো. সুজন (৩০), কাওসার হোসেনের ছেলে জালাল উদ্দিন (২৫) এবং গঙ্গাদাসপুরের জামাত আলীর ছেলে মো. জুয়েল (৩০)।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান  জানান, গতকাল বিকালে বৈদ্যনাথপুরের একটি বাড়িতে নতুন নির্মিত সেপটিক ট্যাংকির সাটারিংয়ের কাঠ খোলার জন্য দুইজন নির্মাণ শ্রমিক ট্যাংকির ভিতরে নামেন। দীর্ঘ সময় তারা উঠে না আসায় অন্য দুই শ্রমিক তাদের উদ্ধারে ট্যাংকির ভিতরে নেমে তারাও আর উঠে আসেননি। পরে স্থানীয় লোকজন ট্যাংকির ভিতর থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করে।

সর্বশেষ খবর