শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রাবির হলে ছাত্রলীগের ভাঙচুর বোমা বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবির হলে ছাত্রলীগের ভাঙচুর বোমা বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের পাশে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রাতে হলের কয়েকটি কক্ষে তল্লাশি ও ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদিকে বিস্ফোরণের ঘটনায় আটক তিন শিবিরকর্মীকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে গতকাল দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান, আমিনুল ইসলাম ও শাফিউল্লাহ হক।

রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তারা সবাই শিবির কর্মী। তাই নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান বলেন, হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনার পর আমাদের নেতা-কর্মীরা হলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে শিবিরের বেশ কিছু জিহাদি বই উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা হলের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সর্বশেষ খবর