শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
৪৫ কোটি টাকা আÍসাৎ

চার্জশিট দাখিল কাল বিটিসিএলের পাঁচ কর্মকর্তাকে বাদ

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৪৫ কোটি টাকা আÍসাৎ মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এজাহারভুক্ত পাঁচ শীর্ষ কর্মকর্তাকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামি করা হয়েছে দুইজনকে। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এই অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। দুদক সূত্র জানায়, ২০১০ সালের ২০ এপ্রিল থেকে ২০১১ সালের ১৫ অক্টোবর পর্যন্ত আইপাওয়ার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড জালিয়াতির আশ্রয় নিয়ে বিটিসিএলের ৪৪ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ১৭৭ টাকা আÍসাৎ করে। এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দুদক। পরে ২০১২ সালের ৫ নভেম্বর রমনা থানায় বিটিসিএলের জ্যেষ্ঠ ওই পাঁচ কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদকের উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান মামলাটি দায়ের করেছিলেন। জানতে চাইলে দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিচারিক আদালতে মামলাটির চার্জশিটের অনুমোদন হয়েছে। আগামীকাল বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, তারা হলেন সিঙ্গাপুরের আইপাওয়ার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের পরিচালক মাকসুদুল লতিফ মিঠু এবং প্রতিষ্ঠানটির স্থানীয় অংশীদার ও রাজটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসিবুল বাসার। তদন্তে বিটিসিএলের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়। তারা হলেন বিটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাঈদ খান, সাবেক পরিচালক মাহফুজার রহমান, পরিচালক (পরিদর্শন) মাহবুবুর রহমান, উপ-পরিচালক (বৈদেশিক সংগ্রহ) আবদুল হালিম এবং টেলিটকের ডিজিএম ও বিটিসিএলের সাবেক বিভাগীয় প্রকৌশলী (আইসিটি) এ কে এম আসাদুজ্জামান।

সর্বশেষ খবর