শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পরীক্ষাকেন্দ্রে ছাত্রলীগের কাণ্ড!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কলেজে প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করেন নগর ছাত্রলীগের এক নেতা। এতে বাধা দিলে ছাত্রলীগের নেতা-কর্মীর হাতে লাঞ্ছিত হন কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকরা। এ সময় শিক্ষকরা নগর ছাত্রলীগ সহ-সভাপতি নোমান চৌধুরীর মোবাইল ফোন সেট জব্দ করে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন। পরে জেলা প্রশাসক মেজবাহউদ্দিন কেন্দ্রে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ছাত্রলীগের দুই নেতা ম্যাজিস্ট্রেট এবং শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করেছে। তাদের সঙ্গে ছিল আরও ২৫-৩০ জন। নোমান নামের একজনের মোবাইল ফোন সেট জব্দ করে সদরঘাট থানায় জমা দেওয়া হয়েছে। তবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।  নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাঈনুদ্দীন বলেন, ‘শিক্ষক নিয়োগের পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ নেতারা প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা করলে শিক্ষক-ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে জেলা প্রশাসকসহ আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এবং ছাত্রলীগ নেতার মোবাইল ফোন সেট জব্দ করি।’ ছাত্রলীগ সিটি কলেজ শাখার সাধারণ সম্পাদক রাশেদ চৌধুরী দাবি করেন, বহিরাগত কিছু অছাত্র ভেতরে ঢুকে ঘটনাটি ঘটিয়েছে। পরে আমরা গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনি। শিক্ষক, পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা সূত্রে জানা যায়, সকাল ১০টায় পরীক্ষা শুরুর পরই নগর ছাত্রলীগের সহ-সভাপতি নোমান চৌধুরী এবং কলেজ ছাত্রলীগের এক নেতা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ একজনকে কলেজের ছাত্র হিসেবে ঢুকতে দিলেও অছাত্র হওয়ায় নোমানকে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয় নোমান। পরে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে কেন্দ্রে প্রবেশ করেন বলে অভিযোগ পাওয়া যায়। কেন্দ্রের ভেতরে ঢুকে কলেজের দক্ষিণ ভবনের নিচতলায় হল রুমের পরীক্ষা কেন্দ্রে যান। সেখানে প্রবেশের চেষ্টাকালে শিক্ষকরা বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন নোমান। ম্যাজিস্ট্রেট এলে তার সঙ্গেও অশোভন আচরণ করা হয়। এ সময় নোমান একজন পরীক্ষার্থীর প্রশ্নপত্র টেনে নিয়ে ছবি তোলার চেষ্টা করেন। শিক্ষকরা তার মোবাইলটি কেড়ে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেন।

সর্বশেষ খবর