মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রকৃতি

সৌন্দর্যে ঘেরা ফাতরার বন

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া

সৌন্দর্যে ঘেরা ফাতরার বন

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ফাতরার বনাঞ্চল। চারদিকে অপরূপ সবুজ বৃক্ষরাজির সমারোহ ও বিভিন্ন প্রজাতির পাখির গুঞ্জনে ফাতরার বন পর্যটকদের সহজেই আকৃষ্ট করে। সাগর, নদী ও প্রকৃতিপ্রেমীদের কাছে বিশাল এ বনাঞ্চল এখন ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এখানে  অবসর যাপন ও পিকনিক পার্টির জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে পর্যটনকেন্দ্র কুয়াকাটার পশ্চিমাংশে কয়েক হাজার একরজুড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠেছে এ ম্যানগ্রোভ বনাঞ্চল। প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় বনাঞ্চলের বিভিন্ন স্পট মুখরিত থাকে। বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় দশ হাজার একর জায়গা নিয়ে গড়ে ওঠেছে ফাতরার বন। প্রাকৃতিকভাবে এখানে জন্মেছে সুন্দরী, কেওড়া, ছইলা, গেওয়া, তাল, গজারি, বাইন, গোলপাতা, হোগলপাতা, কেওয়াপাতা,  হেতাল গাছসহ গুল্ম জাতীয় বৃক্ষ। এ ছাড়া রয়েছে বানর, বন মোরগ, শিয়াল, বাঘদাস, ভোঁদর, খরগোশ, অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী। এদিকে বনের ভিতর বাহিরে ফকিরহাট, সোনাকাটা চরের খাল, নিশানবাড়িয়ার খাল, বেহুলার খাল, দোনার খাল, ফেচুয়ার খাল, ছোট চরের খাল, বড় চরের খাল ও গইয়াতলার খালসহ অন্তত ছোট বড় বিভিন্ন নামের ২০টি লেক রয়েছে। এ লেকগুলোতে আগত পর্যটকদের নৌকা ভ্রমণের একাধিক ট্যুরিস্ট বোট রয়েছে। ভ্রমণ শেষে একই দিনে কুয়াকাটায় ফিরে আসা যাবে। ইতিমধ্যেই পর্যটকদের বিনোদনের জন্য বন বিভাগের অর্থায়নে বিশাল এলাকাজুড়ে ইকোপার্ক তৈরি করা হয়েছে। কুয়াকাটা বিচ ট্যুরিজম সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন জানান, ফাতরার বন পর্যটন কেন্দ্র কুয়াকাটার অন্যতম একটি দর্শনীয় স্পট। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। তাই এ ব্যবসার সঙ্গে জড়িতরা পর্যটকদের বোটে করে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখায়। বগুড়া থেকে কুয়াকাটা বেড়াতে আসা ব্যবসায়ী মনির হোসেন জানান, সুযোগ পেলেই কুয়াকাটায় ভ্রমণে আসি। তখনি ছুটে যাই ফাতরার বনাঞ্চলে। ওখানের সাজানো গোছানো প্রকৃতির অপরূপ দৃশ্য ঘুরে ঘুরে দেখি। নিশানবাড়িয়া ফরেস্ট ক্যাম্পের বিট অফিসার জাফরউল্লাহ জানান, কুয়াকাটায় আসা পর্যটকরা প্রতিদিন এ বনে ঘুরতে আসে। পর্যটকদের আকৃষ্ট করতে ইতিমধ্যে গোলবাগান করা হয়েছে। এ ছাড়া সুন্দরবনে যেসব প্রজাতির গাছ আছে তা এ বনে রয়েছে।

কলাপাড়া বন বিভাগের ভারপ্রপ্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে ইতিমধ্যে সরকার পর্যটন কেন্দ্র কুয়াকাটায় জাতীয় উদ্যান নির্মাণ করেছে। তবে পর্যটন কেন্দ্র কুয়াকাটার দর্শনীয় স্থান ফাতরার বনাঞ্চলসহ একাধিক বন রয়েছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর