শিরোনাম
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মানবতাবিরোধী অপরাধের সাক্ষীকে কুপিয়ে জখম

পাবনা প্রতিনিধি

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পাবনার ঈশ্বরদীতে মানবতাবিরোধী অপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী আবদুর রহমান সরদারকে (৬৭) কুপিয়েছে সন্ত্রাসীরা। রবিবার রাতে ঈশ্বরদীর সাহাপুর মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনায় আহত ব্যক্তির ছেলে বাদী হয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদকসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। পরে ঈশ্বরদী থানা পুলিশ গতকাল সকালে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। এদিকে আহত অবস্থায় আবদুর রহমানকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি নিয়ে যান তার ছেলেরা। আবদুর রহমান একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী। বীর মুক্তিযোদ্ধা ও একই মামলার রাষ্ট্রপক্ষের অপর সাক্ষী ফজলুর রহমান ফান্টু জানান, রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে সাহাপুর মসজিদ মোড়ের চায়ের দোকানে যাচ্ছিলেন আবদুর রহমান। এ সময় স্থানীয় কয়েক সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদীর অন্যান্য মুক্তিযোদ্ধা ও ট্রাইব্যুনালের কয়েকজন সাক্ষী হাসপাতালে গিয়ে তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাদেক বিশ্বাসের সঙ্গে পূর্ব শত্রুতা, জমি-জমা ও এলাকায় আধিপত্য নিয়ে আবদুর রহমানের বিরোধ রয়েছে। তারই জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাদেক আলী বিশ্বাস ও বিশুসহ কয়েকজনকে আসামি করে আবদুর রহমানের ছেলে সজিব সরদার বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন। পরে গতকাল সকালে পুলিশ এ ঘটনায় এজাহারভুক্ত আসামি সেন্টু নামের একজনকে গ্রেফতার করেছে। তবে এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাদেক আলী বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর