মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মামুনের সাবেক স্ত্রীর খালাসও বাতিল

নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের সাবেক স্ত্রী শাহিনা ইয়াসমিনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করা হয়েছে। এ বিষয়ে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টে পুনরায় শুনানির নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। শাহিনা ইয়াসমিনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মনজুরুল হক। এর আগে রবিবার গিয়াসউদ্দিন আল মামুনের খালাসের রায়ও বাতিল করেন আপিল বিভাগ। ২০০৭ সালের ৮ মে দুদক রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামুন ও তার স্ত্রী শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করে। মামলায় শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে ৯ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৫৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করে দুদক। ২০০৮ সালের ২৭ মার্চ বিচারিক আদালত মামুনকে ১০ বছর ও শাহিনা ইয়াসমিনকে তিন বছরের কারাদণ্ড দেন। পরে ২০১২ সালে খালাস পান মামুন ও শাহিনা ইয়াসমিন। দুদক এর বিরুদ্ধে লিভ টু আপিল করে।

 

সর্বশেষ খবর