মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

খালেদাসহ ৩৮ জনের অভিযোগপত্র গ্রহণের শুনানি ২৯ ডিসেম্বর

আদালত প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র গ্রহণের শুনানি ২৯ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন নতুন করে এ তারিখ ধার্য করেন। এর আগে চলতি বছরের ৬ মে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক বশির আহম্মেদ ও ১৯ মে গোয়েন্দা পুলিশ উপপরিদর্শক জাহিদুল ইসলাম অভিযোগপত্র দুটি আদালতে দাখিল করেন। এ অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখানো হয়েছে। অভিযোগপত্রে অন্যতম আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এম কে আনোয়ার, শওকত মাহমুদ, মীর আবু জাফর সামসুদ্দিন, মারুফ কামাল খান, রুহুল কবীর রিজভী, বরকত উল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, মীর সরাফাত আলী সফু, হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারি হেলাল, এম এ কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার, আলহাজ্জ সালাহউদ্দিন আহম্মেদ, নবীউল্লাহ নবী, সুলতান সালাহউদ্দিন টুকুসহ ৩৮ জন।

সর্বশেষ খবর