শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

রাজধানী মেতেছে জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভালে

সাংস্কৃতিক প্রতিবেদক

রাজধানী মেতেছে জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভালে

জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভালে গান পরিবেশন করেন ভারতের শিল্পী বসুন্ধরা বিদ্যালুর -রোহেত রাজীব

মঞ্চ থেকে ভেসে আসছে বিশ্বসঙ্গীতের এক ভিন্ন ধারার মূর্ছনা। জ্যাজ আর ব্লুজের উন্মাদনায় শুধু শিল্পী নিজেই দুলছেন না, সেই সঙ্গে দুলছেন অগণিত জ্যাজ ও ব্লুজভক্ত। আফ্রো-আমেরিকার সঙ্গীতের এ ধারায় সুরের সমুদ্রে যেন অবগাহন করছে সামরিক জাদুঘরের সমগ্র প্রাঙ্গণ। প্রতিটি পরিবেশনাই যেন নতুন করে উল্লাসে আর উন্মাদনায় ভক্ত ও শ্রোতাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছিল সঙ্গীতের এক তীরহারা সমুদ্রে। আকাশ বিদীর্ণ করা চিৎকার আর করতালিতে শিল্পীদের অভিনন্দনের ডালিতে সিক্ত করতে বিন্দুমাত্র ভুল করেননি জ্যাজ ও ব্লুজ সমঝদাররা। সামরিক জাদুঘর প্রাঙ্গণে শুরু হওয়া তিন দিনব্যাপী ‘জ্যাজ অ্যান্ড ব্লুজ উৎসব ২০১৫’-এর উদ্বোধনী রাতের চিত্রটা ছিল এমনই। ব্লুজ কমিউনিকেশন্স লিমিটেডের আয়োজনে গতকাল সন্ধ্যায় রাজধানীর সামরিক জাদুঘরের প্রাঙ্গণে শুরু হয় জ্যাজ অ্যান্ড ব্লুজ সঙ্গীতের তিন দিনব্যাপী এ উৎসব। সন্ধ্যা থেকে মাঝরাত অবধি গতকাল সামরিক জাদুঘর মাঠে বয়ে যায় সেই জ্যাজ ও ব্লুজ গানের সুরেলা ধ্বনি। উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা, ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা কাম্পোস দ্য নবরেগা এবং বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। স্বাগত বক্তব্য দেন ব্লুজ কমিউনিকেশন্সের চেয়ারম্যান জিনাত চৌধুরী। দেশের প্রথমবারের এই জ্যাজ ও ব্লুজের এ আসরের প্রথম রাতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ, যুক্তরাজ্য, আমেরিকা ও ভারতের শিল্পীরা। এ রাতের অন্যতম আকর্ষণ ছিলেন সত্তরের দশক থেকে বিশ্ব্যব্যাপী জ্যাজ সঙ্গীতের জাদুতে শ্রোতাদের মোহাবিষ্ট করে রাখা ব্রিটিশ সঙ্গীতশিল্পী জন ম্যাকলাফলিন ও তার দল ফোর্থ ডাইমেনশন।জন ম্যাকলাফলিনের অনবদ্য ও অনন্য পরিবেশনায় জ্যাজ সঙ্গীতই যেন নেমে এসেছে ঢাকার মাটিতে। কণ্ঠের কারুকাজে ও ইনস্ট্র–মেন্টের শৈল্পিক সমন্বয়ে সারা বিশ্বের সব জ্যাজ সঙ্গীতের সুরই যেন প্রতিধ্বনিত হচ্ছিল ঢাকার মাটিতে। সন্ধ্যায় দেশীয় সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের ইমরান আহমেদ কুইনটেট, ভারতের বসুন্ধরা বিদ্যালুর ও যুক্তরাষ্ট্রের শাই মাইস্ট্রো ট্রায়ো। সঙ্গীতের এ আসরে আরও অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, ব্রাজিল ও বাংলাদেশের বিভিন্ন শিল্পী। আসরের দ্বিতীয় রাতে আজ মঞ্চ কাঁপাবেন বাংলাদেশের রাজেফ খান ও তার ফরাসি বন্ধু ফ্লোরিয়ান এবং দ্য ব্লুজ ব্রাদার্স, ভারতের লুই ব্যাংকস ও যুক্তরাষ্ট্রের কিংবেবি।

সর্বশেষ খবর