শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রধানমন্ত্রী প্যারিসে ১০ রাষ্ট্রদূতকে ডেকেছেন

কূটনৈতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ নভেম্বর ফ্রান্স সফরে যাচ্ছেন। তিনি সেখানে জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর ‘লিডার্স ফোরাম’-এ অংশ নেবেন। তিন দিনের সফরে ইউনেস্কোর গঠনতন্ত্র প্রণয়নের ৭০তম বার্ষিকী উপলক্ষে এবারের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকের পাশাপাশি একটি বিশেষ বৈঠক আয়োজন করা হচ্ছে। বিশেষ বৈঠকে অংশ নিতে ইউরোপের ১০টি দেশে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্যারিসে ডাকা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশেষ বৈঠকের আয়োজন করতে প্রধানমন্ত্রী নিজেই নির্দেশনা দিয়েছেন। আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় এ বৈঠকে অংশ নিতে ইতিমধ্যেই ঢাকা থেকে রাষ্ট্রদূতদের নির্দেশ পাঠানো হয়েছে। অংশ নিতে যাওয়া রাষ্ট্রদূতরা হলেন, আবদুল হান্নান, ইসমত জাহান, মো. আবু জাফর, মুহাম্মদ আবদুল মুহিত, মো. জসিম উদ্দিন, শেখ মোহাম্মদ বেলাল, গোলাম সারওয়ার, খন্দকার তালহা, মহাম্মদ মাহফুজুর রহমান ও সাইফুল হক। সূত্র মতে, বৈঠকে প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের কাছে ইউরোপের দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা জানতে চাইতে পারেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তার নিজের কিছু সিদ্ধান্ত বাস্তবায়নেরও নির্দেশ দিতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, কূটনীতিতে এ ধরনের বৈঠকের রেওয়াজ আছে। সরকারপ্রধানের নির্দেশনা সরাসরি রাষ্ট্রদূতদের দিতে ও দ্বিপক্ষীয় সম্পর্কের বিরাজমান পরিস্থিতি জানতে বিশ্বের অন্যান্য দেশও এ ধরনের বৈঠকের আয়োজন করে থাকে। জানা যায়, ইউনেস্কোর মহাপরিচালক আইরিনা বোকোভা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইউনেস্কো ফোরামে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সে আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে প্যারিস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী ইউনেস্কোর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ভাষণ দেবেন। এদিন অংশগ্রহণকারী সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বিশেষ মধ্যাহ্নভোজেও অংশ নিবেন। পরদিন তিনি ইউনেস্কোর ৩৬তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। সম্মেলনের সাইডলাইনে এবার বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার বৈঠকের আয়োজন করা হচ্ছে। অন্যদিকে, চলতি মাসের শেষদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাল্টা সফর করবেন। সেখানে ২৭ থেকে ২৯ নভেম্বর কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব  দেবেন বলে আশা করা হচ্ছে। অবশ্য মাল্টা সফরের পর চলতি মাসেই প্রধানমন্ত্রীর দ্বিতীয় বারের মতো প্যারিস সফরের সূচি রয়েছে। প্যারিসে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। কনফারেন্স অব পার্টিস (কোপ ২১) নামে পরিচিত প্যারিস সম্মেলনে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণতা কমাতে আইনগত বাধ্যতামূলক একটি চুক্তি করার পক্ষে অবস্থান নেবে। এই সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কিনা তা এখনো চূড়ান্ত না হলেও প্রস্তুতি রাখা হচ্ছে, কারণ, জলবায়ু ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও শেখ হাসিনার নেতৃত্ব বিবেচনায় তার অংশগ্রহণ জরুরি হিসেবে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে মাল্টা থেকে প্যারিস হয়েই দেশে ফিরতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর