সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
পৌর নির্বাচন

শুধু মেয়র পদে দলীয় প্রার্থী, সংসদে বিল

নিজস্ব প্রতিবেদক

কাউন্সিলর নয়, শুধু পৌরসভার মেয়র পদে রাজনৈতিক দলের প্রার্থীদের অংশ নেওয়ার বিধান রেখে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল-২০১৫ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের গতকালের বৈঠকে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে প্রেরণ করা হয়। এর আগে ৮ নভেম্বর পৌরসভা নির্বাচনে প্রার্থিতার জন্য রাজনৈতিক দলের মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধান সংক্রান্ত রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশটি জাতীয় সংসদে উত্থাপন করা হয়। সেখানে বলা হয়েছিল, ‘কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

সর্বশেষ খবর