সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
রাবি শিক্ষক শফিউল হত্যা

এক বছরেও দাখিল হয়নি চার্জশিট

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল ইসলাম হত্যাকাণ্ডের এক বছর পার হলেও বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং তার পরিবারের সদস্যরা। গতকাল চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ র‌্যালি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

সমাবেশে রাবি শিক্ষক সমিতির সভাপতি  প্রফেসর আনন্দ কুমার সাহা বলেন, রাবিতে প্রগতিশীল শিক্ষকদের নির্মমভাবে হত্যা করা কোনো নতুন ঘটনা নয়। অথচ এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হয়নি। তাই আমরা আশা করছি এ হত্যাকাণ্ডের বিচারকার্য ভিন্নখাতে প্রবাহিত না করে দ্রুত সম্পন্ন করা হবে। সমাবেশে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ওয়ারদাতুল আকমাম, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিম, সদস্য আবদুল আলীম, আইন বিভাগের প্রফেসর হাসিবুল আলম প্রধান, প্রফেসর শফিউল ইসলামের ছেলে সৌমিন শাহ্রিদ জেবিন প্রমুখ। সমাবেশ শেষে প্রফেসর শফিউল ইসলামের ছেলে সৌমিন শাহ্রিদ জেবিন বলেন, এই ৩৬৫ দিন আমার কাছে শুধু একটি বছর না কারণ বাবা ছিল আমার সব কিছু। বাবাকে হত্যা করার এক বছরেও মামলার দৃশ্যত কোনো অগ্রগতি না হওয়ায় আমরা অত্যন্ত হতাশ। উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাই এলাকায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। বেশ কয়েকবার তদন্তকারী কর্মকর্তা বদলের পর বর্তমানে মামলাটি ডিবিতে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউস সাদিক বলেন, রাবি শিক্ষক ড. শফিউল হত্যা মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে। খুব দ্রুত সেটি আদালতে দাখিল করা হবে।

সর্বশেষ খবর