সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক ইব্রাহিমের বদলে আসামি আরেক ইব্রাহিম!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ইব্রাহিম নামের এক আসামিকে খুঁজছিল রাজশাহী মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। কিন্তু যাকে খুঁজছিল তাকে না পেয়ে নামের মিল থাকায় আরেক ইব্রাহিমকে তারা আসামি বানিয়েছে। তারা তার নামে আদালতে অভিযোগপত্রও দিয়েছে। যদিও স্থানীয় থানা পুলিশ তদন্ত করে এই ভুল শোধরাতে চেষ্টা করেছে, কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা তা আমলে নেননি।

মামলার অভিযোগপত্র ও থানা পুলিশ সূত্র জানায়, গত ১২ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ৭০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জের সঞ্জয় চৌধুরী ও আশিক শেখকে গ্রেফতার করে। ওইদিন রাজশাহীর পবা থানায় মামলা হয়। মামলার তদন্তভার পান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আবদুর রহমান। তার জিজ্ঞাসাবাদে আসামিরা এ ঘটনার সঙ্গে ইব্রাহিম নামের আরেকজনের জড়িত থাকার কথা জানায়। এরপর ইব্রাহিম সম্পর্কে বিস্তারিত জানতে গোদাগাড়ী থানায় বার্তা পাঠানো হয়। ওই বার্তায় উল্লেখ করা হয়, মাদারপুর এলাকার আরশাদ আলীর ছেলে ইব্রাহিম (৩৫) একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় সে বেশিরভাগ সময় দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে এবং আত্মগোপনে থাকে। জানা গেছে, এ অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ওই ইব্রাহিমকে বাদ দিয়ে মাদারপুর এলাকার ইসরাইলের ছেলে ইব্রাহিমের নামে অভিযোগপত্র দিয়েছে। গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ফরহাদ হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বার্তা পাওয়ার পর সঠিক নিয়মে তদন্ত করে রিপোর্ট দেওয়া হয়েছে। ইসরাইলের ছেলে ইব্রাহিমের নাম অভিযোগপত্রে কীভাবে আসল-তা কেবলমাত্র তদন্ত কর্মকর্তাই বলতে পারবেন। অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক আবদুর রহমান সাফ জানান, ঘটনার সঙ্গে জড়িত ইব্রাহিমের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর