শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিলুপ্ত ছিটমহল

ভারতে যেতে পারেননি চারজন চিন্তায় স্বামী-স্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের সদ্যবিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব পাওয়া ৬৭ জনের মধ্যে ৬৩ নারী-পুরুষ ভারতে চলে গেছেন। আর ভারত যেতে পারেননি চারজন। এ কারণে ওই চারজন পড়েছেন দুশ্চিন্তায়। এরা হচ্ছেন, কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং তার স্ত্রী সুচরিতা রানী, গোপাল চন্দ্র ও মহুবার রহমান।

শোনা যাচ্ছিল, গোপাল চন্দ্র স্ত্রী গায়েত্রী রানীর সঙ্গে যাবেন ভারতে। কিন্তু না, ভারতীয় ট্রাভেলপাস জটিলতার কারণে যেতে পারেনি স্ত্রীর সাথে। গায়ত্রীর সঙ্গে রয়েছেন তার একমাত্র  মেয়ে পূজা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যৌথ হালনাগাদ তালিকায় গোপালের নাম নেই। কৃষ্ণচন্দ্র বর্মণের স্ত্রী সুচরিতা রানীর নামও ওঠেনি। কৃষ্ণচন্দ্র বর্মণের ভারতে যাওয়ার অনুমতি থাকলেও সুচরিতার বিষয়ে কোনো সিদ্ধান্তই দেননি প্রশাসন। স্ত্রীকে রেখে যেতে পারেনি ভারতে। অন্যদিকে বুড়িমারী স্থলবন্দরে মহুবার নামে এক ব্যক্তি যাওয়ার কথা থাকলেও আসেননি। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার স›দ্বীপ মিত্র বলেন, ৩০ নভেম্বরের মধ্যে যারা যেতে পারবেন না, তাদের বিষয় একটা সিদ্ধান্ত নেওয়া হবে। আগে যারা যাচ্ছেন তাদেরটা হোক। কেউ বঞ্চিত হবেন না। হাতিবান্ধা উপজেলা নির্বাহী অফিসার এম. আলম বলেন, যারা যাচ্ছেন না তাদের বিষয়ে ভারতীয় প্রশাসনের কাছে কথা বলা হবে।

সর্বশেষ খবর