শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

মৃত্যুদণ্ডই ন্যায়বিচার মুজাহিদ সাকার

--------------সিপিবি

নিজস্ব প্রতিবেদক

আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) একাত্তরে মানবতার বিরুদ্ধে যে জঘন্য অপরাধ করেছে, তাতে তাদের মৃত্যুদণ্ডই ন্যায়বিচার বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আপিল বিভাগের চ‚ড়ান্ত রায়কে স্বাভাবিক উলে­খ্য করে সিপিবি নেতারা বলেছেন, এই রায়ের মধ্যদিয়ে দেশবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এই রায় সমগ্র দেশবাসীর প্রত্যাশিত ছিল। সিপিবি অবিলম্বে যুদ্ধাপরাধীদের দল জামায়াত-শিবিরকে নিষিদ্ধেরও দাবি জানিয়েছে।

গতকাল রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ে সিপিবির ঢাকা দক্ষিণ-পশ্চিম জোন কমিটির সম্মেলনে সিপিবি নেতারা এসব কথা বলেন। দক্ষিণ-পশ্চিম জোন কমিটির সভাপতি দিলীপ বেপারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষী চক্রবর্তী। আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, আবদুল মালেক, সুকান্ত শফি কমল, আক্তার হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর