সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিল্পকলায় দুই নাটক ‘কুহকজাল’ ‘মুল্লুক’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় দুই নাটক ‘কুহকজাল’ ‘মুল্লুক’

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চায়ন হয়েছে থিয়েটার প্রযোজিত নাটক ‘কুহকজাল’। দলটির আয়োজনে শুরু হওয়া সাত দিনব্যাপী ‘থিয়েটার সপ্তাহ ২০১৫’-এর তৃতীয় সন্ধ্যায় গতকাল এ নাটকটি মঞ্চায়ন হয়। অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় শিল্পকলা একাডেমির রেপার্টরির প্রযোজনার নাটক ‘মুল্লুক’। মাসুম রেজার রচনায় ‘কুহকজাল’ নাটকটির নির্দেশনায় ছিলেন ত্রপা মজুমদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, মারুফ কবির, তোফা হোসেন, রাশেদ শাওন, কল্যাণ চৌধুরী, জোয়ারদার সাইফ, তানজুম আরা পল­ী, পরেশ আচার্য্য, কাওসার রাজীব, তানভীর হোসেন সামদানী, গুলশান আরা মুন্নী, সফিউর রহমান মানু, নাফিজ বাঁধন প্রমুখ। ১০ ডিসেম্বর শেষ হবে সপ্তাহব্যাপী এই থিয়েটার সপ্তাহ। অন্যদিকে বাকার বকুলের রচনা ও নির্দেশনায় ‘মুল্লুক’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রবিউল ইসলাম শশী, শশাংক শাহা, রুনা কাঞ্চন, সোহেল মণ্ডল, শারমীন আক্তার শর্মী, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সোহেল রানা, নায়ীমী নাফসীন, হাফিজা আক্তার ঝুমা, ইন্দ্রানী ঘটক, মেবিন হাসান, শামীম শেখ, আকাশ সরকার, তানবীর লিমন, শান স্বপন প্রমুখ।

পায়ে হেঁটে টেকনাফ-তেঁতুলিয়া : দেশের তরুণদেরকে ভ্রমণে উৎসাহী করার জন্য পায়ে হেঁটে দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছেন ভ্রমণপিয়াসী এম জেড রহমান। এ বছরের ২০ এপ্রিল দেশের সবচেয়ে উত্তরাঞ্চল তেঁতুলিয়ার বাংলাবান্ধার জিরো পয়েন্ট থেকে শুরু করে সর্বদক্ষিণাঞ্চল টেকনাফে এসে এই ভ্রমণ শেষ করেন। আর ৪৪ দিনের এই এই ভ্রমণের পুরোটাই ছিল পায়ে হাঁটার মাধ্যমে। তার এই অভিযানের নাম ছিল ‘এক্সপ্লোর বাংলাদেশ’। এই ভ্রমণে এম জেড রহমানের একমাত্র সঙ্গী ছিল ক্যামেরা। এতে তিনি বিভিন্ন জেলার প্রকৃতি ও সংস্কৃতিকে ক্যামেরার ফ্রেমে বন্দী করেছেন। স্থিরচিত্রের পাশাপাশি বিভিন্ন জেলার প্রকৃতি ও সংস্কৃতির নানা বিষয়গুলো তিনি ভিডিও ক্যামেরায়ও ধারণ করেছেন। দুর্লভ সেই আলোকচিত্র এবং ভিডিও চিত্রের সমাহারে গতকাল বিকালে জাতীয় জাদুঘরের লবিতে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী পর্যটন বিষয়ক আলোকচিত্র ও ভ্রমণবিষয়ক ডকুমেন্টারির প্রদর্শনী। প্রদর্শনীর সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে বেসামরিক পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, জাতীয় জাদুঘর ও ঢাকা ক্লাব লি.। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। ৪০টি ছবি দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবশ্রেণির দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। আগামীকাল মঙ্গলবার শেষ হচ্ছে এ প্রদর্শনী।

সর্বশেষ খবর