সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

চেতনায় প্রথম কুঠারাঘাত করে বিএনপি : নাজমুল

নিজস্ব প্রতিবেদক

চেতনায় প্রথম কুঠারাঘাত করে বিএনপি : নাজমুল

নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি বলেছেন, নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে জনগণের দাবির মুখে এরশাদ সরকারের পতনের পর আমরা চেয়েছিলাম  তিন জোটের রূপরেখা বাস্তবায়নে। কিন্তু কৌশলে জামায়াতের সঙ্গে অন্তঃনিহিত সম্পর্ক রেখে ক্ষমতায় এসে নব্বইয়ের চেতনায় প্রথম কুঠারাঘাত করে বিএনপি। বিএনপি যখন এককভাবে ক্ষমতায় আসতে পারছিল না তখন জামায়াতকে দুটি নারী আসন দেয় এবং পরবর্তীতে চিহ্নিত যুদ্ধাপরাধী গোলাম আযমকে নাগরিকত্ব দেয়। সে সময় আমরা স্বাধীনতার পক্ষের শক্তি জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একটি বৃহৎ আন্দোলন গড়ে তুলি। সে সময়েও ওই আন্দোলনে যারা যুক্ত ছিল তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এভাবেই নব্বইয়ের চেতনায় আঘাত হানে বিএনপি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন। নাজমুল হক প্রধান বলেন, নব্বইয়ের আন্দোলনের মূল চেতনা ছিল-জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। আর যেন কেউ রাতের আঁধারে টেলিভিশনে বলতে না পারে ‘প্রিয় দেশবাসী-আসসালামু আলাইকুম আজ থেকে আমি দেশের রাষ্ট্রপতি হলাম’- এটা চলবে না। এই ধরনের প্রক্রিয়া বন্ধ করেছি। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছি, দেশে আর কখনো স্বৈরাচার সরকার ক্ষমতায় বসতে পারবে না। কারণ বিএনপি নির্বাচন ঠেকানোর নামে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। যাতে আবার কেউ রাতের আঁধারে টেলিভিশনে ঘোষণা দেবেন আমি দেশের রাষ্ট্রপতি। আমার প্রত্যাশা নব্বইয়ের চেতনা তখনই পুরোপুরি বাস্তবায়ন হবে যখন আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে জঙ্গিবাদ, একাত্তরের খুনি, পঁচাত্তরের খুনি, একুশে আগস্ট গ্রেনেড হামলার খুনিদের বিচার করতে পারব। সব খুনির বিচার করে আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব।  জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় এসে বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশকে দক্ষিণপন্থার দিকে নিয়ে যায়। ক্রমান্বয়ে দেশে জঙ্গিবাদের বিস্তৃতি ঘটানো হয়। শুধু তাই নয়, বিএনপি জামায়াতের সঙ্গে জোট গঠন করে শীর্ষ নেতা যুদ্ধাপরাধীর গাড়িতে দেশের জাতীয় পতাকা তুলে দেয়। এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ৯ বছরের আন্দোলনের ফসল এরশাদ সরকারে পতন। এরপর বিএনপি ক্ষমতায় এসে দেশে যখন জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল-যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছিল, তখন যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদ ইস্যুতে এরশাদ যখন তার অবস্থান পরিষ্কার করে তখন আমরা জোট গঠন করি।

সর্বশেষ খবর