শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
প্রকৃতি

প্রজাপতি মেলা জাবিতে

নাহিদুর রহমান হিমেল, জাবি

প্রজাপতি মেলা জাবিতে

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জমেছিল ‘প্রজাপতি মেলা-২০১৫’। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’- স্লোগানকে ধারণ করে গতকাল বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে দিনব্যাপী মেলা চলে। বিভিন্ন প্রজাতির প্রজাপতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে ষষ্ঠ বারের মতো এ ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। মেলাকে কেন্দ  করে ক্যাম্পাসকে সাজানো হয়েছিল বর্ণিল রূপে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রজাপতির ছবি সম্বলিত ব্যানার/ফেস্টুন ঝোলানো হয়। ছুটির দিন হওয়ায় মৃদু শীতকে উপেক্ষা করে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো প্রজাপতিপ্রেমী ও দর্শনার্থীরা ক্যাম্পাসে ছুটে আসেন। মেলায় শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতির উপর রচনা প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলের ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলায় কয়েকটি স্থানে স্থাপনকৃত মশারীর জাল দিয়ে তৈরি প্রজাপতির হাটে নানা প্রজাতির জীবন্ত প্রজাপতি তুলে ধরা হয়। মেলায় এসব প্রজাপতির সঙ্গে ছবি তুলতে দিনভর ব্যস্ত ছিলেন দর্শনার্থীরা। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পাশে তিন একর জায়গাজুড়ে নির্মিত দেশের প্রথম প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন অতিথিরা। সকাল ১০টায় প্রজাপতি ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আবুল হোসেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর