সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফেনীর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায়

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরাম পৌরসভা নির্বাচনে সব প্রার্থী একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে রয়েছে। গতকাল সংরক্ষিত দুই নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় এই পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে একক প্রার্থীরা বিজয়ের পথে রয়েছেন। আওয়ামী লীগ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় নির্বাচন হবে না। এ পৌরসভায় সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে মহিলা কাউন্সিলর মরিয়ম আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় আফরোজা আক্তার ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে শিলু হক মনোনয়নপত্র প্রত্যাহার করায় আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ফেনী সদর পৌরসভা, পরশুরাম ও দাগনভূঞা পৌরসভায় ৯ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সারা দেশের ন্যায় ফেনীতেও প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তিনটি পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৫১টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়রসহ ৪৫ প্রার্থী একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে রয়েছেন। এর মধ্যে ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে সাজ্জাদ হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করায় আওয়ামী লীগ প্রার্থী সাইফুর রহমান সাইফু ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে রোখসানা আক্তার মনোনয়নপত্র প্রত্যাহার করায় আওয়ামী লীগ প্রার্থী মঞ্জু রানী দেবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন। এর আগে ফেনী পৌরসভায় মেয়রসহ ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৭ জন প্রার্থী একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে রয়েছেন। এই পৌরসভায় ১৪ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডে প্রার্থীরা হচ্ছেন ফেরদৌস আরা বেগম ও জয়নব বানু। দাগনভূঞা পৌরসভায় পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ৮ নম্বর ওয়ার্ডের গিয়াস উদ্দিন ও রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে আবুল কাসেম, ৩ নম্বর ওয়ার্ডে জিয়া হক জিয়া ও সাইফুল ইসলাম রাজু। ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান ও ৮ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান জিয়া একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে রয়েছেন। দাগনভূঞা পৌরসভায় মেয়র ও ১, ৩, ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর