সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মান্নার মুক্তি দাবিতে বিবৃতি ৫৯ বিশিষ্ট নাগরিকের

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কারাগারে অসুস্থ থাকায় উদ্বেগ প্রকাশ করে তার মুক্তি দাবি করেছেন ৫৯ জন বিশিষ্ট নাগরিক। বিবৃতিতে তারা মান্নাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তার প্রতি সুবিচার করার দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, মান্না চাকসুর জিএস, ডাকসুর দুই বারের ভিপি ছিলেন। তিনি একজন সুপরিচিত রাজনীতিবিদ, কলাম লেখক, মিডিয়া ব্যক্তিত্ব। এক সময়ের ছাত্রনেতা মান্নার গণতান্ত্রিক রাজনীতি চর্চায় আপসহীন ভূমিকার কথা কারও অজানা নয়। তাকে আটক করে মানসিক নির্যাতন চালানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রায় নয় মাসের বেশি মান্না কারাগারে বিনা বিচারে আটক রয়েছেন। তাকে ডিভিশন দেওয়া হয়নি। জামিনও দেওয়া হচ্ছে না। বিবৃতিদাতারা হলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, জেএসডির সভাপতি আ স ম রব, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরউল্যাহ চৌধুরী, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দর আকবর খান রনো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবুল কাশেম ফজলুল হক, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহামদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলার চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাংবাদিক গোলাম মোর্তোজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ।

সর্বশেষ খবর