বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বিএনপির বিজয় র‌্যালি

অঙ্গীকার গণতন্ত্র পুনরুদ্ধারের

নিজস্ব প্রতিবেদক

অঙ্গীকার গণতন্ত্র পুনরুদ্ধারের

ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া —বাংলাদেশ প্রতিদিন

গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করে দীর্ঘ চার বছর পর গতকাল রাজধানীতে বিজয় র‌্যালি করেছে বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর পাশাপাশি সারা দেশে এ  কর্মসূচি পালন করে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩ টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালি উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ট্রাকের উপর তৈরি মঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা এমন এক সময়ে বিজয় দিবস পালন করছি যখন দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। র‌্যালি বিজয়নগর মোড়, কাকরাইল, শান্তিনগর হয়ে র‌্যালি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মির্জা ফখরুলের নেতৃত্বে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, রিজভী আহমেদ, ফজলুল হক মিলন, আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীমসহ ঢাকা মহানগরী বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী র‌্যালিতে অংশ নেন। নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় পতাকাসহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার ও ফেষ্টুন। দীর্ঘদিন পরে এই র‌্যালিতে অংশ নিয়ে দলীয় নেতা-কর্মীরা কিছুক্ষণের জন্যে হলেও আনন্দে মেতে উঠেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের এই দিনে আমরা গণতন্ত্র পেয়েছিলাম। কিন্তু সেই গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। তা উদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। র‌্যালি উপলক্ষে দুপুর থেকেই নেতা-কর্মীরা এসে ভিড় করতে থাকেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দিলেও শেষ পর্যন্ত র‌্যালি করতে দেওয়া হয় কী-না তা নিয়ে অনেকটা দুশ্চিন্তায় ছিলেন নেতারা। তবে সব শঙ্কা পেরিয়ে শেষ পর্যন্ত বাধাবিঘ্ন ছাড়াই বিজয় র‌্যালি করে বিএনপি। ধানমন্ডিসহ মহানগরী বিএনপির বিভিন্ন থানাসহ দল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় র‌্যালিতে যোগ দেন। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বিএনপি। সকাল ১০টা ৫০ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে স্বাধীনতার মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখান থেকে এসে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,ফাতিহা পাঠ ও  মোনাজাত করেন তিনি।

সর্বশেষ খবর