বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
আওয়ামী লীগের বিজয় র‌্যালি

গণতন্ত্র রক্ষার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৪তম বার্ষিকীতে গতকাল ১৬ ডিসেম্বর রাজধানীতে বিজয় র‌্যালিতে লাখো মানুষের ঢল নামিয়ে বড় ধরনের শোডাউন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার বর্ণাঢ্য র‌্যালিতে নারী-পুরুষ, তরুণ-বৃদ্ধ সব বয়সের সর্বস্তরের  মানুষ অংশ নেন। বিজয় র‌্যালির অগ্রভাগ যখন বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে পৌঁছায়, পশ্চাত্ভাগ তখনো শাহবাগ পার হতে পারেনি। র‌্যালি-পূর্ব সমাবেশ থেকে দলের কেন্দ্রীয় ও নগর নেতারা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেই বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা দেন।  নেতা-কর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র রক্ষার শপথ গ্রহণ করেন। বিকালে র‌্যালির আগে মহানগরীর ১৫টি নির্বাচনী এলাকা, ৪১টি থানা এবং শতাধিক ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হোন দলের নেতা-কর্মীরা।  ৪৪ বছর আগে বিকাল ৪টা ২২ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের যে স্থানে দখলদার পাকিস্তান বাহিনীর সেনারা আত্মসমর্পণ করেছিল, ঠিক একই সময় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ নেতারা শিখা চিরন্তনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। খোলা ট্রাকে স্থাপিত মঞ্চে প্রাক র‌্যালি সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী কেন্দ্রীয় ও নগর নেতারা বক্তৃতা করেন। বিজয় র‌্যালি শাহবাগ, কাঁটাবন, বাটার মোড়, এলিফ্যান্ট রোড, সাইন্স ল্যাবরেটরি, মিরপুর রোড প্রদক্ষিণ করে। বিকাল ৩টার আগেই শাহবাগ থেকে মত্স্য ভবন পর্যন্ত দীর্ঘ রাস্তায় মানুষের তিলধারণের ঠাঁই ছিল না। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাদ্য-বাজনার তালে তালে নেচে-গেয়ে আসা জনসে াতে পুরো এলাকা রীতিমতো মহাসমাবেশের রূপ নেয়। সবার কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান। মাথায় বাঁধা ‘লাল-সবুজ’ পতাকা। বুকে দেশপ্রেম। গালে আঁকা মানচিত্র খচিত পতাকা। সবার চোখে-মুখে বিজয়ের তৃপ্তি। চারদিকে মাইকে ধ্বনিত হচ্ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গান। নগরীর বিভিন্ন এলাকা থেকে ‘জয় বাংলা’ স্লোগান তুলে বাস-ট্রাকে চড়ে বিজয় র‌্যালিতে যোগ দিতে আসে বিজয়-আনন্দে উচ্ছল মানুষ। কোনো কোনো ট্রাকে আবার বানানো হয়েছে বিজয় মঞ্চ। কোনোটাতে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা, ড্যামি রাইফেল, কামান, ট্যাংকসহ মুক্তযুদ্ধকালীন মুক্তিযোদ্ধাদের রণসজ্জা, মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর-আলশামসদের আত্মসমর্পণের দৃশ্য, প্রতীকী ফাঁসির মঞ্চ বানিয়ে যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকরের দৃশ্য, বীর মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাসসহ বিভিন্ন ড্যামি প্রদর্শনী সাধারণ মানুষের বাড়তি মনোযোগ আকর্ষণ করে। সুবিশাল এ বিজয় র‌্যালির কারণে রাজধানীতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে র‌্যালি-পূর্ব সমাবেশে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মাহবুব-উল আলম হানিফ, মুকুল বোস, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, ডা. বদিউজ্জামান ভূইয়া, এ কে এম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, হাজী মো. সেলিম, পঙ্কজ দেবনাথ, আওলাদ হোসেন, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর