বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
অষ্টম কলাম

নাইজেরিয়ায় চার বাংলাদেশির সাজা

প্রতিদিন ডেস্ক

তেল চোরাচালানের দায়ে চার বাংলাদেশি ও ফিলিপাইনের পাঁচ নাগরিককে দোষী সাব্যস্ত করেছেন নাইজেরিয়ার একটি আদালত। তাদের হয় কারাভোগ করতে হবে, না হয় মোটা অঙ্কের জরিমানা দিয়ে ছাড়া পেতে হবে। গত মঙ্গলবার এএফপির খবরে এ তথ্য জানানো হয়। গত মার্চে লাগোস লেগুন থেকে তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। কৌঁসুলি জানান, এই নয়জন অবৈধভাবে এমটি অ্যাস্টেরিস জাহাজে তিন হাজার ৪২৩ টন অপরিশোধিত তেল চোরাচালানের উদ্দেশে মজুদ রেখেছিল। আদালতের রায়ে, অপরিশোধিত তেল চোরাচালানের উদ্দেশে মজুদ রাখায় তাদের বিরুদ্ধে চারটি পৃথক অভিযোগ আনা হয়। প্রতিটিতে আদালত পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন। তবে সবগুলোর সাজাই একসঙ্গে চলবে। অন্যথায় অপরাধীদের প্রত্যেককে এক লাখ ডলার করে জরিমানা দিতে হবে। এরই মধ্যে সরকার ওই জাহাজটি বাজেয়াপ্ত করেছে। চুরির কারণে আফ্রিকার সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়া প্রতিবছর প্রায় ৬০০ কোটি ডলার রাজস্ব হারায়।

সর্বশেষ খবর