মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
রানা প্লাজা ধস

হত্যা মামলায় ২৪ জনকে গ্রেফতারের নির্দেশ

আদালত প্রতিবেদক

ঢাকার সাভারে রানা প্লাজা ভবন ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২৪ আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতার করা গেল কিনা— সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ আল-আমিন এ আদেশ দেন। এ মামলার পলাতক আসামিরা হলেন সাভার পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌর নগর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সাবেক উপপ্রধান পরিদর্শক আবদুস সামাদ, উপপ্রধান পরিদর্শক (সাধারণ, ঢাকা বিভাগ) জামশেদুর রহমান, উপপ্রধান পরিদর্শক বেলায়েত হোসেন, চট্টগ্রাম বিভাগের পরিদর্শক (প্রকৌশল) ইউসুফ আলী, ঢাকা বিভাগের পরিদর্শক (প্রকৌশল) সহিদুল ইসলাম, রাজউকের ইমারত পরিদর্শক আওলাদ হোসেন, ইতার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস, শফিকুল ইসলাম ভূইয়া, মনোয়ার হোসেন বিপ্লব, আতাউর রহমান, আবদুস সালাম, বিদ্যুৎ মিয়া, সৈয়দ শফিকুল ইসলাম জনি, রেজাউল ইসলাম, নান্টু কন্ট্রাকটর, আবদুল হামিদ, আবদুল মজিদ, আমিনুল ইসলাম, নয়ন মিয়া, ইউসুফ আলী ও তসলিম। আসামিদের মধ্যে আবদুস সামাদ, জামশেদুর রহমান, বেলায়েত হোসেন, ইউসুফ আলী ও সহিদুল ইসলাম সরকারি কর্মকর্তা। আসামিদের মধ্যে কারাগারে রয়েছেন সোহেল রানা, জামিনে রয়েছেন রানার বাবা আবদুল খালেক ওরফে কুলু খালেক, মা মর্জিনা বেগমসহ ১৬ জন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসের পর ধ্বংস স্তূপ থেকে ১ হাজার ১১৭ জনের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জন মারা যান।

সর্বশেষ খবর