মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
বরিশালের ১৭ পৌরসভা

একতরফা ভোটের আশঙ্কায় বিএনপির মেয়র প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগের ১৭ পৌরসভায় একতরফা ভোটের আশঙ্কা করছেন বিএনপির মেয়র প্রার্থীরা। গত শুক্রবার বরিশাল বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের প্রথম সভায় কেন্দ্রীয় নেতাদের সামনে এমন আশঙ্কার কথা ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা।

সভায় গৌরনদী পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী শরীফ শফিকুল ইসলাম স্বপন দাবি করেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ক্ষমতাসীনদের স্বরূপ উন্মোচিত হচ্ছে। রাতে পোস্টার সাঁটালে সকালে সেই পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। হামলা হচ্ছে ধানের শীষের প্রচারে নিয়োজিত নেতা-কর্মী, সমর্থকদের ওপর। এমনকি নির্বাচন থেকে সরে যেতে তাকেও হুমকি দেয়া হচ্ছে। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে না বলে তার আশঙ্কা। মুলাদী পৌরসভায় মেয়র প্রার্থী আসাদ মাহমুদ অভিযোগ করেন, ক্ষমতাসীনদের আচরণে পৌর নির্বাচনে উপজেলা নির্বাচনের পুনরাবৃত্তির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বরগুনার পাথরঘাটা পৌরসভার মেয়র প্রার্থী আইয়ুব মল্লিক জানান, তিনি ও তার কর্মী-সমর্থকরা প্রচার-প্রচারণায় নামতে পারছেন না। ক্ষমতাসীনরা প্রচারে বাধা দিচ্ছে, এমনকি দফায় দফায় হামলাও করছে। ভোলার দৌলতখান পৌরসভায় মেয়র প্রার্থী আনোয়ার হোসেনও একই অভিযোগ করেন। পৌর নির্বাচন মনিটরিং সেলের প্রথম সভায় উপস্থিত ১৬ মেয়র প্রার্থীর সবাই সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। তবে ওই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেন, বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত মহাসচিব স্পষ্ট করে বলেছেন, যুদ্ধ করে হলেও শেষ দিন পর্যন্ত নির্বাচনের মাঠে থাকতে হবে। তাই কোনো পরিস্থিতিতেই স্থানীয়ভাবে নির্বাচন বর্জন করা যাবে না। মনিটরিং সেলের সদস্য সচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ভোটের ফলে জয়-পরাজয় যাই হোক না কেন, নির্বাচন উপলক্ষে সব জায়গায় ‘ফাইটিং ফোর্স’ তৈরি করতে হবে। এই ফাইটিং ফোর্সই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ খবর