বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাংহাইয়ের আদলে চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন

নিজস্ব প্রতিবেদক

সাংহাইয়ের আদলে চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন পেল কর্ণফুলী টানেল নির্মাণ। এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের চূড়ান্ত কাজ শুরুর অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন। এর বাইরে নয় দেশ থেকে ১১ লাখ ছয় হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে চীন সরকার মনোনীত প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে (সিসিসিসি) এ কাজ দেওয়া হয়েছে। এই টানেল নির্মাণকে ‘স্বপ্নের প্রকল্প’ অভিহিত করে সরকারের প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, এর মধ্য দিয়ে সরকার চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন হিসেবে গড়ে তুলতে চায়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর প্রান্তিকে চীনের জেনহুয়া অয়েল কোম্পানি থেকে ৩০ হাজার টন গ্যাসঅয়েল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে একই মেয়াদে এক লাখ ১০ হাজার টন গ্যাস ও ফার্নেস অয়েল এবং ওমানের ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে ৩০ হাজার টন গ্যাসঅয়েল ক্রয়ের প্রস্তাবও অনুমোদন দিয়েছে কমিটি। এ ছাড়া মুহুরি সেচ প্রকল্পে এন্সডেক লিমিটেডকে পরামর্শক নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদনের কথা জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, এডিবির অর্থায়নে এ কাজের ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৭৪ লাখ ৬৫ হাজার টাকা।

পরমাণু বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে চুক্তির প্রস্তাব অনুমোদন : পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে রাশিয়ান ফেডারেশনের প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। মোস্তাফিজুর রহমান বলেন, ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে [টাকার হিসাবে ১ লাখ ১ হাজার ২০০ কোটি] রাশিয়ান এ প্রতিষ্ঠানটি ১২০০ করে ২৪০০ মেগাওয়াটের দুটি বিদ্যুত্ কেন্দ্র তৈরি করবে। এ বিদ্যুত্ কেন্দ্রের ‘লাইফ টাইম’ হচ্ছে ৫০ বছর। এটি কবে তৈরি শেষ হবে, তা চূড়ান্ত চুক্তির সময় জানা যাবে, বলেন অতিরিক্ত সচিব। ২০১৩ সালের অক্টোবরে রূপপুরে এ বিদ্যুত্ কেন্দ্রের ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কেন্দ্রের প্রথম ইউনিট ২০২১ সালের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। গত আগস্টে পাবনার রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র পরিচালনায় কোম্পানি গঠন করতে সংসদে বিল পাস হয়।

সর্বশেষ খবর