শিরোনাম
শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শুভ বড়দিন আজ

নিজস্ব প্রতিবেদক

শুভ বড়দিন আজ

আজ ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিন বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধারায় আগমন ঘটেছিল। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় যথাযথ ধর্মীয় মর্যাদা, আচার, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করবেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। আজ সরকারি ছুটির দিন। সম্প্রতি দেশের কয়েকজন খ্রিস্টান যাজকের ওপর হামলার ঘটনায় বড়দিন উপলক্ষে এবার খ্রিস্টানপল্লী ও উপাসনালয়গুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল গির্জাগুলোতে প্রাক বড়দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিরাপত্তার কারণে এবার অনেক জায়গায় এ অনুষ্ঠান বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে সম্পন্ন হয়। চিরাচরিত নিয়মে ঘরে তৈরি কেক দিয়ে আজ অতিথি আপ্যায়ন করা হবে। থাকবে বিশেষ খাবারের ব্যবস্থা। বড়দিনে আজ রাজধানীর তেজগাঁও ক্যাথলিক গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গির্জা প্রাঙ্গণ আলোকসজ্জা ও জরি দিয়ে সাজানো হয়েছে। গির্জার ভিতরে ক্রিসমাস ট্রিকে বাহারি উপকরণ দিয়ে সাজানো হয়েছে। গাছটির ডালপালায় ঝোলানো হয়েছে বল, কুঁড়েঘর, চকলেটসহ নানা সামগ্রী। এ উপলক্ষে গির্জার মূল ফটকের বাইরে বসেছে মেলা। সেখানে বড়দিনের শুভেচ্ছা কার্ড, মোমবাতি, সান্তা ক্লজের টুপি, ক্রিসমাস ট্রি, ইত্যাদি বিক্রি হচ্ছে। আজ সকাল থেকেই বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বড়দিন উপলক্ষে রাজধানীর পূর্ব মনিপুরের মিরপুর ব্যাপ্টিস্ট চার্চ এলাকাতেও আলোকসজ্জাসহ নানা আয়োজন করা হয়েছে। কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালেও বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বড়দিনের জন্য নগরীর তারকা হোটেলগুলো বিশেষ আয়োজন করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর