শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ছাড়ের ছড়াছড়ি, আবাসন মেলায় ভিড় বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় একটি ফ্ল্যাট কিনতে আগ্রহীরা এখন ভিড় করছেন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের চাহিদা বিবেচনায় বিভিন্ন সাইজের ফ্ল্যাটে দিচ্ছেন বিশেষ ছাড়। বিভিন্ন প্যাকেজ অফারে দিচ্ছেন এলাকাভিত্তিক সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত ছাড়। শুধু ফ্ল্যাটে নয় গ্রাহকদের হোম লোনেও বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। মেলায় অংশ নেওয়া বিভিন্ন হোম লোন প্রদানকারী সংস্থা দ্রুত সহজ পদ্ধতিতে অফার দিয়েছে। মধ্যবিত্তের নাগালে ফ্ল্যাট নিয়ে আসার জন্য দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠানগুলো মেলায় এসব অফার দিচ্ছেন। মেলায় বাড়ি নির্মাণের রড, সিমেন্টসহ বিভিন্ন সামগ্রীর স্টলও রয়েছে। এসব স্টলে গ্রাহকের জন্য নির্মাণসামগ্রীর গুণগত মান তুলে ধরা হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩ ডিসেম্বর শুরু হওয়া আবাসন মেলা চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় দর্শনার্থীদের প্রবেশের সুযোগ রয়েছে।

গতকাল মেলার দ্বিতীয় দিনে ছিল দর্শক-গ্রাহকের ব্যাপক উপস্থিতি। প্রতিটি স্টলে গিয়ে দেখা গেছে, স্টল কর্মীরা গ্রাহকদের ফ্ল্যাট সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছেন। গ্রাহকরাও আগ্রহ নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন, ছাড় সম্পর্কে ধারণা নিচ্ছেন। বিভিন্ন স্টলে গিয়ে দেখা গেছে, ধানমন্ডি, কল্যাণপুর, মোহাম্মদপুর, গুলশান, শুক্রাবাদ, দক্ষিণ বাড্ডা, পশ্চিম পান্থপথসহ বেশকিছু জায়গায় বিক্রির জন্য প্রস্তুত রয়েছে ফ্ল্যাট। এসব ফ্ল্যাটে অবস্থান ভেদে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এসব এলাকার ফ্ল্যাটের দাম এলাকা ভেদে প্রতি বর্গফুট পড়বে সাড়ে চার হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত। মধ্যবিত্তদের পাশাপাশি রয়েছে উচ্চবিত্তদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ফ্ল্যাট।

সর্বশেষ খবর