শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবসায়ীরাও আসুক ----------প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ১০টি প্রতিষ্ঠানকে অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। নিটোল-নিলয় গ্রুপের দেওয়া ভারতের তৈরি ‘টাটা সুমো’ অ্যাম্বুলেন্সগুলো গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ, শেরপুর, দিনাজপুর ও পটুয়াখালী সদর হাসপাতাল, বাগেরহাটের মংলা, রংপুরের পীরগঞ্জ, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও খাগড়াছড়ির রামগড় এবং গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। নিটোল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এফবিসিসিআইয়ের সভাপতি যখন স্বাস্থ্য খাতে সহায়তা করছেন, তখন অন্য ব্যবসায়ীরাও এগিয়ে আসবেন বলে আমি আশা করি। বেসরকারি উদ্যোক্তারা যদি এগিয়ে আসে— তাহলে আরও ভালো হয় বলে তিনি উল্লেখ করেন। নদীমাতৃক বাংলাদেশের জনগণের সুবিধার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ সময় কিশোরগঞ্জের হাওড় এলাকার পরিস্থিতির কথাও তিনি তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, তৃণমূলের জনগণ যে মানবেতর জীবনযাপন করে, তাদের ভাগ্যের পরিবর্তন করাই তার সরকারের লক্ষ্য।

সর্বশেষ খবর