শনিবার, ২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ওয়ানস্টপ সার্ভিসের বিকল্প নেই

---শহিদুল আজিম

ওয়ানস্টপ সার্ভিসের বিকল্প নেই

দেশে বিনিয়োগ বাড়াতে ওয়ান স্টপ সার্ভিস বা এক ছাদের নিচে শিল্প-কারখানা স্থাপনে সব সুযোগ-সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিজিএমইএর সাবেক সহসভাপতি শহিদুল আজিম। তার মতে, দেশে এখন দৃশ্যমান কোনো বিনিয়োগ নেই। আছে গ্যাস-বিদ্যুতের সংকট। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে পদে পদে হয়রানি ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা বিনিয়োগে বড় বাধা বলেও মনে করেন পোশাক শিল্পের এই শীর্ষ ব্যবসায়ী নেতা। গতকাল বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক এই নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকারি একটি দফতরে কাজের জন্য গেলে ৩ থেকে ৬ মাস সময় নষ্ট করতে হয়। অন্য কোনো দেশে বিনিয়োগ করতে গিয়ে ব্যবসায়ীদের এমন হয়রানির শিকার হতে হয় না। এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানি থেকে আমরা ব্যবসায়ীরা মুক্তি চাই। বিনিয়োগের ক্ষেত্রে সব প্রকার সিদ্ধান্ত দ্রুত গ্রহণের জন সরকারের প্রতি আহ্বান জানিয়ে শহিদুল আজিম বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা সব সময় চায় দ্রুত সিদ্ধান্ত। কিন্তু আমাদের আমলাতন্ত্র সেটা করতে পারে না। আমাদের বিনিয়োগ বোর্ডের কোনো কাজ নেই। তারা জানে না, দেশে কত জন বিদেশি আছে। এই বিনিয়োগ বোর্ডকে ঢেলে সাজাতে হবে।

তার মতে, বিনিয়োগ বাড়ানোর জন্য সিঙ্গেল ডিজিট বা এক অঙ্কের সুদহারে ঋণ দিতে হবে। ঋণ দেওয়ার পদ্ধতি সহজ করতে হবে। এর সঙ্গে মানসম্মত গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তা দিতে হবে। দেশে এখন জ্বালানির অভাবে বিনিয়োগ হচ্ছে না। তাই রপ্তানিখাতের শিল্পে কোটাভিত্তিক গ্যাস-বিদ্যুৎ চাই। পাশাপাশি বিনিয়োগের জন্য জমির স্বল্পতা দূর করতে সরকারের পতিত জমিতে শিল্পায়নের সুযোগ দিতে হবে।

সর্বশেষ খবর