শনিবার, ২ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বাগমারায় মসজিদে বোমা মামলার অগ্রগতি নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাগমারায় মসজিদে বোমা মামলার অগ্রগতি নেই

রাজশাহীর বাগমারায় মসজিদে বোমা বিস্ফোরণ ঘটনা নিয়ে এখনো ধোঁয়াশায় পুলিশ। ঘটনার এক সপ্তাহ পার হলেও নিহত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি আইন-শৃঙ্খলাবাহিনী। এ ঘটনায় জড়িতদের এখনো শনাক্তও করা যায়নি। ফলে ওই এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। তবে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। নিহত যুবকের পরিচয় উদ্ধারের চেষ্টাও চলছে। রাজশাহীর বাগমারায় বাংলাভাইয়ের উত্থান ও পতনের এক যুগ পর গত ২৫ ডিসেম্বর আবারও আলোচনায় আসে বাগমারা। শুক্রবার জুমার নামাজ চলাকালীন উপজেলার সৈয়দপুর চকপাড়া এলাকার একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নামাজ চলাকালীন দ্বিতীয় রাকাআ’তের রুকুর সময় বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। স্থানীয়ভাবে মসজিদটি কাদিয়ানি সম্প্রদায়ের বলে পরিচিত। এ ঘটনার পর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করে পুলিশ। নিহত যুবকের লাশ দাফন করা হয় বেওয়ারিশ হিসেবে। কিন্তু এখন পর্যন্ত এ ঘটনার কোনো ক্লু বের করতে না পারায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ খবর