রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, গুলি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান আইডিয়াল কলেজে গতকাল সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে নাইমুর রশিদ নাবিল নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। দুপুরে সেন্ট্রাল রোডে অবস্থিত আইডিয়াল কলেজের সামনে এ গুলির ঘটনা ঘটে। জানা গেছে, গুলিটি নাইমুরের পায়ের গোড়ালিতে লাগে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। নাইমুরের বাবার নাম হারুন অর রশীদ। তারা কলাবাগান সার্কুলার রোডের ৯ নম্বর বাড়িতে থাকেন। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত নাইমুর জানান, শুক্রবার কলেজের সামনে একটি ভ্রাম্যমাণ চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নাইমুরের এক বন্ধুকে মারধর করে। গতকাল দুপুরেও তিনি কলেজের সামনে চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম পলকের বহিরাগত বন্ধু সাইদ হোসেন রোমান তার বাম পায়ে গুলি করে। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, পলকের বন্ধু রোমান ৪-৫ জন ছেলে নিয়ে কলেজের সামনে এসে প্রথম বর্ষের কয়েকজন ছাত্রের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় সে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং পলকের সামনেই নাইমুরের বাম পায়ে গুলি করে। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবিদুর রহমান বলেন, কলেজের সামনের চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সিনিয়র-জুনিয়র পক্ষ বিবাদে জড়িয়ে পড়লে নাইমুর গুলিবিদ্ধ হন। এ বিষয়ে কলাবাগান থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর