বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

না সরালে উকিল নোটিস : আমু

নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর না করলে আগামীকাল (আজ) উকিল নোটিস দেওয়া হবে। যেসব ট্যানারি মালিক স্থানান্তর করবেন না তাদের শিল্প প্লট বাতিল করা হবে। আমাদের আইনজীবীরা উকিল নোটিস তৈরি করে রেখেছেন। গতকাল রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত আন্তর্জাতিক গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং মেশিনারিজ প্রদর্শনী-২০১৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং ভারতের এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন লিমিটেড যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। শিল্পমন্ত্রী বলেন, ট্যানারি স্থানান্তর নিয়ে কোনো ছেলেখেলা চলবে না। ট্যানারি স্থানান্তরের জন্য অনেক সময় দেওয়া হয়েছে। সাভারে চামড়া শিল্পনগরী অনেক আগে থেকে সরকার প্রস্তুত করে রেখেছে। সেখানে ইটিপি স্থাপন করা হয়েছে। ব্যবসায়ীদের বারবার বলা হলেও সেখানে অনেকে যেতে চাচ্ছেন না। এবার আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। স্থানান্তরের জন্য আর সময় দেওয়া হবে না। তিনি বলেন, রাজধানীর মধ্যে এমন একটি শিল্প বহুদিন ধরে আছে। হাজারীবাগের মতো জায়গায় ট্যানারি থাকায় বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদী ধ্বংস হয়ে গেছে। সরকারকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য পানি আনতে হচ্ছে পদ্মা নদী থেকে। বুড়িগঙ্গা ঢাকার প্রাণ। এটা রক্ষা করতে হবে। আমির হোসেন বলেন, চামড়া আমাদের দেশের দ্বিতীয় সম্ভাবনাময় শিল্প। বিশ্বের বড় বড় কোম্পানি এ দেশে ব্যবসা করতে চায়। বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য আবেদন করেছে। দেশি-বিদেশি বহু প্রতিষ্ঠানের এমন আবেদন আছে। হাজারীবাগ থেকে যেতে না চাইলে সেসব প্লট বাতিল করে নতুন বরাদ্দ দেওয়া হবে। শিল্পমন্ত্রী আরও বলেন, দেশে তৈরি পোশাক শিল্প খাতের পশ্চাৎ সংযোগ হিসেবে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের বিরাট সম্ভাবনা রয়েছে। এ খাতে আধুনিক শিল্প-কারখানা গড়ে উঠলে, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়েও বিপুল পরিমাণে রপ্তানি আয় সম্ভব হবে। তিনি বলেন, যেখানে-সেখানে কারখানা স্থাপন না করে পরিকল্পিতভাবে পরিবেশবান্ধব গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প গড়ে তুলতে হবে। নতুন জাতীয় শিল্পনীতিতে এ শিল্পকে অগ্রাধিকার শিল্প খাত হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে মন্ত্রী জানান। বিজিএপিএমইএর প্রেসিডেন্ট রাফেজ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, এফবিসিসিআইর প্রথম সহসভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন), এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে, বিজিএপিএমইএর প্রথম সহসভাপতি শাহাজাদা মাহমুদ চৌধুরী প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর