বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নাচ-গানে বিমোহিত শ্রোতা

সাংস্কৃতিক প্রতিবেদক

নাচ-গানে বিমোহিত শ্রোতা

৬৪ জেলা শিল্পকলা একাডেমির অংশগ্রহণে শুরু হওয়া বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের ১৩তম দিনে গতকাল শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চ মাতিয়ে রাখে কিশোরগঞ্জ, রংপুর, লক্ষ্মীপুর ও গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। দলীয় নৃত্য, একক নৃত্য, একক সংগীত, সমবেত সংগীত ও জেলার পরিচিতিমূলক গানের মধ্য দিয়ে একাডেমির উন্মুুক্ত প্রাঙ্গণের নন্দনমঞ্চে এক ভিন্নধরনের সাংস্কৃতিক আবহ তৈরি করেন শিল্পীরা। সুুরের মূর্ছনার সঙ্গে নৃত্যের দোলায় নন্দনমঞ্চে আগত দর্শক শ্রোতাদের বিমোহিত করে রাখেন ঢাকার বাইরের শিল্পীরা। শিল্পীদের প্রতিটি পরিবেশনা নন্দনমঞ্চে আগতদের প্রাণে সংস্কৃতির উষ্ণতা ছড়ায়। আর প্রতিটি পরিবেশনার পর দর্শক শ্রোতারা করতালির অভিনন্দনে সিক্ত করে অনুষ্ঠানের শিল্পীদের। ১৮ জানুয়ারি শেষ হবে ১৬ দিনের এই উৎসব। আজ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে : ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ স্লোগান নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে আজ শুরু হচ্ছে ‘চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  ১৫ জানুয়ারি শুরু হচ্ছে দেশভিত্তিক বইপড়া কার্যক্রম : বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ৩৭ বছরের ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি আবারও শুরু হচ্ছে দেশভিত্তিক বইপড়া কার্যক্রম। এতে এই চার মহানগরীর প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতকাল বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও আর্থিক সহায়ক প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর