শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত

কুমিল্লা প্রতিনিধি

চান্দিনার রানিচড়া এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনি দেওয়ায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। নিহতরা হলেন দেবিদ্বার উপজেলার তেবারিয়া গ্রামের রুবেল (২৫) ও সোলমান (২৮)। আহত নাঈম (২৭) বেলাশহর গ্রামের সেলিম     মিয়ার ছেলে। গতকাল ভোররাত ৩টায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি মেম্বার নোমান মিয়া বলেন, রানিচড়া মাদ্রাসা সংলগ্ন ব্রিজ এলাকায় ডাকাতির সময় এলাকাবাসী ধাওয়া করে তিনজনকে ধরে গণপিটুনি দেয়। ভোর ৫টায় চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মারাত্মক আহত অবস্থায় তিন ডাকাতকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার রুবেল ও সোলমানকে মৃত ঘোষণা করেন। ওসি রসুল আহমদ নিজামী জানান, আহত ডাকাত নাঈমের অবস্থাও আশঙ্কাজনক। নিহত দুই ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে।

বরযাত্রীর গাড়িতে ডাকাতির ঘটনায় মামলা : ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় গাছের গুঁড়ি ফেলে বরযাত্রীর গাড়িসহ যানবাহনে ডাকাতির ঘটনায় গতকাল মামলা দায়ের হয়েছে। কনের বড় ভাই হারুনুর রশিদ বাদী হয়ে মামলাটি করেছেন। চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ি গ্রামের হারুনুর রশিদ জানান, আমরা ২ ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে বিয়ে শেষে বাড়ি ফেরার পথে রাত দেড়টার দিকে চান্দিনা সাহাপাড়া ব্রিজ এলাকায় ডাকাতদের কবলে পড়ি। এ সময় ডাকাতরা সাত লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

সর্বশেষ খবর