মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শিশু আবদুল্লাহর খুনি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহ হত্যা মামলার মূল আসামি মোতাহার হোসেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। র‌্যাব জানায়, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চিতাখোলা এলাকায় গত রবিবার গভীর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সম্পর্কে শিশু আবদুল্লাহর নানা ছিলেন এই মোতাহার হোসেন।

র‌্যাব জানায়, গত রবিবার গভীর রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সম্পর্কে শিশু আবদুল্লাহর নানা ছিলেন এই মোতাহার হোসেন। র‌্যাব জানায়, গত রবিবার গভীর রাতে চিতাখোলা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল র‌্যাব-১০-এর একটি দল। এ সময় মোটরসাইকেলে দুজন যাওয়ার সময় র‌্যাব তাদের থামার সংকেত দেয়। না থেমে মোটরসাইকেল আরোহীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে একজন আহত হন। অপরজন মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। আহত ব্যক্তিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তির সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি কেরানীগঞ্জে শিশু আবদুল্লাহ হত্যা মামলার মূল আসামি মোতাহার হোসেন। গত ২৯ জানুয়ারি দুপুরে কেরানীগঞ্জ রুহিতপুরের মুগারচর গ্রামে ১১ বছরের শিশু মো. আবদুল্লাহ (১১) নিখোঁজ হয়। একপর্যায়ে মুঠোফোনে তাকে অপহরণের দাবি করে দুই দফায় দুই লাখ টাকা নেয় অপহরণকারীরা। এরপরও শিশুটিকে ফেরত দেয়নি তারা। ২ ফেব্রুয়ারি আবদুল্লাহদের বাড়ির মাত্র ১০০ গজ পশ্চিমে মোতাহার হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে প্লাস্টিকের ড্রামে ভরা আবদুল্লাহর গলিত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে মোতাহার ছিল লাপাত্তা।

সর্বশেষ খবর