মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

তারাবর দায়িত্ব নিলেন মেয়র হাসিনা গাজী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

তারাবর দায়িত্ব নিলেন মেয়র হাসিনা গাজী

রূপগঞ্জের তারাব পৌরসভার নবনির্বাচিত মেয়র মিসেস হাসিনা গাজীসহ কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেছেন।

রবিবার বেলা ১১টায় দায়িত্ব গ্রহণের পর পৌর মিলনায়তনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। এতে বক্তব্য দেন স্থানীয় সরকার অধিদফতরের জেলা উপপরিচালক ইসরাত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, তারাব পৌরসভার সাবেক মেয়র আলহাজ শফিকুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী জেড এম আনোয়ার, সচিব তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, তারাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. শওকত আলী প্রমুখ। এ সময় মেয়র মিসেস হাসিনা গাজী বলেন, ‘তারাব পৌরসভাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে। আমার লক্ষ্য ও উদ্দেশ্য পৌরবাসীর সেবা করা। রাস্তাঘাট নির্মাণ করা, যোগাযোগব্যবস্থা উন্নত করা, পরিবহনব্যবস্থাসহ বিভিন্ন কাজ করার চিন্তা রয়েছে। একটি শিশু পার্ক নির্মাণ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে সব ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে। মাদক, ধূমপান, বাল্যবিয়ে, যৌতুক ও মানব পাচারবিরোধী সকল প্রকার কার্যক্রম চালানো হবে।’ হিংসা-বিভেদ রেখে এসব সামাজিক কাজে সবার সহযোগিতা কামনা করেন মিসেস হাসিনা গাজী।

সর্বশেষ খবর