শুক্রবার, ২৯ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন

-----ইউরোপীয় ইউনিয়ন

কূটনৈতিক প্রতিবেদক

সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল ও সুশীল সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

গতকাল পার্লামেন্টের দক্ষিণ এশীয়বিষয়ক প্রতিনিধি দলের প্রধান জ্যঁ ল্যামবার্ট এক বিবৃতিতে সাম্প্রতিক  হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই মুহূর্তে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা সরকারকে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান নিশ্চিতে ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছে, যা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ২০১৫ সালে নেওয়া রেজ্যুলেশনেও বলা হয়েছে।’ বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোতে উদ্বেগ ও নিন্দা জানিয়ে ওই বিবৃতিতে ল্যামবার্ট বলেন, ‘গত বছরের ফেব্রুয়ারি থেকে চরমপন্থিরা বেশ কয়েকজন সেক্যুলার ও নাস্তিক লেখক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের হত্যা করেছে। গত সোমবারের হত্যাকাণ্ড ছাড়াও চলতি মাসেই এ তালিকায় যুক্ত হয়েছে একজন আইনের ছাত্র ও একজন ইংরেজির শিক্ষক।’ বিবৃতিতে এসব হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

সর্বশেষ খবর